কলকাতা: স্কুলের অন্যান্য বন্ধুরা যখন ছুটির পর খেলার করতে যেত, তখন তাঁর জন্য দাঁড়িয়ে থাকত প্রোডাকশান হাউজের গাড়ি। স্কুলের পোশাক পরেই হাজির হয়ে যেতেন সেটে। রুপোলি পর্দার সঙ্গে সেই তো সম্পর্কের শুরু। এরপর সিনেমা, অভিনয় এবং বর্তমানে প্রযোজনাও, সতীর্থদের থেকে অনেকটা অল্প বয়সেই সবকিছু সামলাচ্ছেন তিনি। কিন্তু ইন্ডাস্টিতে পা রেখে তাঁকেও বহুবার সহ্য করতে হয়েছে অপমান! নিজে নায়িকা হলেও জীবনসঙ্গী হিসেবে চান না কোনও নায়ককেই! বর্তমানে ইন্ডাস্ট্রির অন্যতম সফল এই নায়িকার অনুরাগীর সংখ্যা কিন্তু নেহাত কম নয়। সদ্য প্রযোজনাতেও হাত দিয়েছেন তিনি। কিন্তু কী হত যদি রুপোলি পর্দায় পাই না রাখতেন তিনি? ছোট থেকে কোন নেশাকে পেশা হিসেবে বেছে নেওয়ার স্বপ্ন ছিল তাঁর? এবিপি লাইভের 'যদি অভিনেত্রী না হতাম' সিরিজে নিজের স্বপ্ন নিয়ে মুখ খুললেন এনা সাহা (Ena Saha)।


যদি এনা নায়িকা না হতেন?


সামনেই মুক্তি পাবে তাঁর নতুন ছবি 'চিনেবাদাম'। অভিনয়ের সঙ্গে সঙ্গে এই ছবি প্রযোজনার কাজও করেছেন তিনি। রুপোলি পর্দায় এটার বিন্দুমাত্র পূর্বপরিচিতি ছিল না। নিজের জোরেই জায়গা করে নিতে হয়েছে তাঁকে। অনেক ছোট বয়স থেকেই অভিনয় করছেন তিনি। কিন্তু তিনি যদি অভিনেত্রী না হতেন? হাসতে হাসতে এনার উত্তর, 'তাহলে আমি ব্যাঙ্কিং নিয়ে কাজ করতাম বা সফটওয়্যার নিয়ে কাজ করার চেষ্টা করতাম। কারণ ওই চাকরিগুলোতে প্রচুর টাকা।' কথা থামিয়ে ফের হেসে ফেললেন এনা। 


আরও পড়ুন: '২ বছর অপেক্ষার পরে জন্মদিনের দিন মুক্তি পাচ্ছে নতুন গান, বিশেষ বই কি!'


'চিনেবাদাম'-এর গল্প


নায়িকা হওয়ার সঙ্গে সঙ্গে 'চিনেবাদাম' ছবির প্রযোজনার দায়িত্বও সামলেছেন এনা সাহা (Ena Saha)। নতুন ছবি, নতুন জুটি, কতটা আশাবাদী অভিনেত্রী ও প্রযোজক? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে এনা বলছেন, 'আমার চরিত্রটা খুব সাদামাটা। যেমন আর ৫টা মেয়ে হয়, তেমনই। রোজকার জীবনের মত অভিনয় করা একদিকে যেমন কঠিন, অন্যদিকে ভালোলাগারও। এর আগে যশের সব বাংলা ছবির গান আমি শুনেছি। এসওএস কলকাতায় ওর সঙ্গে কাজও করেছি। তবে সেখানে আমাদের চরিত্র প্রেমিক প্রেমিকার ছিল না। এই প্রথম আমরা একে অপরের বিপরীতে অভিনয় করলাম। অধীর আগ্রহে অপেক্ষা করছি ছবি মুক্তির।' ছবিতে এনার চরিত্রের নাম তৃষা।