নয়াদিল্লি: ক্রমশ নামছে ভারতের (India) কোভিড গ্রাফ (covid)। ২৯ মার্চ, মঙ্গলবার প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ফের দেড় হাজারেরও নীচে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১২৫৯ জন। বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের।


কমেছে অ্যাক্টিভ কেস:
প্রতিদিনই নতুন কোভিড (Covid) সংক্রমণ কমায় এবং সংক্রমণ মুক্ত হওয়ার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশে কমছে অ্যাক্টিভ কেসের (active case) সংখ্যাও । শেষ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে আরও কমেছে অ্যাক্টিভ কোভিড কেসের সংখ্যা। ২৯ মার্চের বুলেটিন অনুযায়ী এখন দেখে মোট কোভিড আক্রান্ত ১৫৩৭৮ জন। দৈনিক কোভিড পজিটিভিটি রেট (Positivity Rate) এবং সাপ্তাহিত পজিটিভিটি রেট, দুটিই ক্রমশ কমছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry)। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৭০৫ জন কোভিড সংক্রমণ মুক্ত হয়েছেন। এখন ভারতে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৫ লক্ষ ৭৭ হাজার ৫৫৯ টি কোভিড পরীক্ষা হয়েছে।     


চলছে টিকাকরণ:
কোভিড সংক্রমণ যেমন কমছে। তেমনিই বাড়ছে কোভিড টিকাকরণও (Covid Vaccination)। কোভিড টিকাকরণের শুরুর দিন থেকে  মঙ্গলবার সকাল সাতটা পর্যন্ত ভারতে ১৮৩ কোটির বেশি কোভিড টিকা দেওয়া হয়েছে। চলতি বছরের ১৬ মার্চ থেকে দেশে ১২ থেকে ১৪ বছর বয়সী নাবালকদের জন্যও কোভিড টিকাকরণ শুরু হয়েছে। এখনও পর্যন্ত ১ কোটি ৩৬ লক্ষ নাবালক কোভিড টিকার প্রথম ডোজের আওতায় এসেছে। 


দেশে দৈনিক কোভিড সংক্রমণ ক্রমশ কমতে থাকায় করোনা বিধিও ক্রমশ আলগা করা হচ্ছে দেশে। ইতিমধ্যেই করোনা পূর্ববর্তী সময়ের মতো আন্তর্জাতিক উড়ান চালু হয়েছে। সূত্রের খবর, ৩১ মার্চের পর থেকে মাস্ক (Mask) পরা ছাড়া প্রায় সব করোনাবিধিই উঠে যাবে।


আরও পড়ুন: এইচআইভি আক্রান্তদের সবচেয়ে বেশি সুরক্ষা কোন কোভিড টিকায়?