মুম্বই: আর্থিক দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে (Jacqueline Fernandez) সমন পাঠানো হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। আগামী ৮ ডিসেম্বর দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হল অভিনেত্রীকে।


গতকালই মুম্বই বিমানবন্দরে আটক করা হয় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। বিদেশ যাওয়ায় স্থগিতাদেশ দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এরপর অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হল আগামী ৮ ডিসেম্বর। সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) বিরুদ্ধে চলা ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলার তদন্তে নাম জড়িয়েছে জ্যাকলিনের। সেই সংক্রান্তই জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে, সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর এমনটাই।


 






 


সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর থেকেই বারবার শিরোনামে উঠে আসছে জ্যাকলিন ফার্নান্ডেজের নাম। সাম্প্রতিক সূত্রের খবর অনুযায়ী, 'রাম সেতু' অভিনেত্রীকে বিমানবন্দরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিকেরা আটকায়। সূত্রের খবর, তাঁকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তাঁর বিরুদ্ধে আপাতত ২০০ কোটি টাকা আর্থিক দুর্নীতি মামলা চলছে। ফলে তদন্ত চলাকালীন তাঁকে ভারতের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হল না। দিল্লিতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ইতিমধ্যেই।


আরও পড়ুন: Pathan Film Shooting: অপেক্ষায় 'পাঠান'-র সেট, কবে থেকে শ্যুটিংয়ে ফিরবেন শাহরুখ খান?


জ্য়াকলিনের নাম উঠে আসে কারণ খোঁজ মেলে ওই ব্যক্তি তাঁকে দামী উপহার পাঠাতেন। এমনকী এই মামলায় বলিউডের অপর অভিনেত্রী নোরা ফতেহির (Nora Fatehi) নামও জড়ায়। তাঁদের দুই জনকেই জিজ্ঞাসাবাদ করেছে ED। যদিও 'এই মামলায় কোনও যোগ নেই নোরা ফতেহির', এই মর্মে একটি বিবৃতি প্রকাশ করে তাঁর টিম।