ওপি তিওয়ারি, হায়দরাবাদ: চার বছর পুরনো এক মাদক মামলায় বেশ কয়েকজন অভিনেতা, অভিনেত্রী এবং পরিচালককে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। একাধিক তেলেগু তারকা রকুলপ্রীত সিংহ, রাণা ডগ্গুবতী, রবি তেজা, পুরী জগন্নাধকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হল। জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রী রকুলপ্রীত সিংহকে ৬ সেপ্টেম্বর ডেকে পাঠানো হয়েছে। অন্যদিকে 'বাহুবলী' অভিনেতা রাণা ডগ্গুবতীকে ডাকা হয়েছে ৮ সেপ্টেম্বর। ৯ সেপ্টেম্বর রবি তেজাকে ডাকা হয়েছে। সমন পাঠানো হয়েছে চর্মী কৌর, নভদীপ সহ আরও একাধিক তারকাকে। মোট ১২ জনকে ডেকে পাঠানো হয়েছে। 


মাদক পাচারকারীদের বিরুদ্ধে তেলেঙ্গনা এক্সাইজ অ্যান্ড প্রহিবিশন ডিপার্টমেন্ট ২০১৭ সালের জুলাই মাসে ১২টি মামলা ও ১১টি চার্জশিট দায়ের করেছিল। যদিও এই জনপ্রিয় তারকাদের, যাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, তাঁদের অভিযুক্ত করা হয়নি। 'প্রমাণ না পাওয়া পর্যন্ত অভিনেতা-অভিনেত্রীদের কেবল সাক্ষী হিসেবে বিবেচনা করা হবে,' এমনটাই জানিয়েছেন এক আধিকারিক। 


২০২০ সালে বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর বলিউড উত্তাল হয়েছিল মাদক মামলায়। তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী সহ একাধিক অভিনেতাকে জেরার মুখে পড়তে হয়েছিল। সুশান্ত সিংহকে মাদক পাচারের অভিযোগ জেল পর্যন্ত যেতে হয়েছিল রিয়া ও তাঁর ভাইকে। থাকতে হয়েছিলেন মাসখানেক। দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কপূর, সারা আলি খানের মতো অভিনেতাদেরও ডাক পড়েছিল নারকোটিক্স ব্যুরো অফ ইন্ডিয়ার অফিসে। চার্জশিট পেশ করার আগে নথিভুক্ত হয়েছিল তাদের বয়ানও। বলিউডের একের পর এক বড় অভিনেতার নাম জড়িয়ে যাওয়ার সেই সময় গোটা বিষয়টি ঘিরে গোটা দেশজুড়ে যথেষ্ট তোলপাড় হয়েছিল।


পরে আবার আর্জুন রামপালের শ্যালকের নাম জড়ায় মাদক মামলায়। গতবছরের মাদক তদন্ত ঘিরে একাধিক অভিনেতাকে তলবের ঘটনার রেশ এখনও সেভাবে ফিকে হওয়ার আগেই ফের একবার শিরোনামে উঠে এল তা। আগামী মাসে যে ১২ জন অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে, তাদের সঙ্গে সরকারি সংস্থার গোয়ান্দাদের প্রশ্নোত্তর পর্বে কোনও নতুন তথ্য কী উঠে আসবে, বা আদৌ উঠে আসবে কি না, আপাতত নজর সেদিকেই।