মুম্বই: মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিকে অভিনয় করতে গিয়ে ক্রিকেটার হিসেবে দক্ষ হয়ে গেলেন অশ্রুত জৈন! এই ছবিতে তিনি ধোনির স্কুল ক্রিকেট দলের অধিনায়ক সাব্বির হোসেনের ভূমিকায় অভিনয় করেছেন। শুটিং শুরু হওয়ার আগে সাব্বির, ধোনির কোচ কে আর বন্দ্যোপাধ্যায় এবং স্বয়ং ধোনির সঙ্গে দেখা করেছিলেন অশ্রুত। ক্রিকেটের বিষয়ে নানা পরামর্শ তো পেয়েছেনই, সঙ্গে ধোনি তাঁকে খেলা উপভোগ করতে বলেছেন।
অশ্রুত অবশ্য আগে ক্রিকেট খেলতেন। মধ্যপ্রদেশের অনূর্ধ্ব-১৬ দলের ওপেনিং ব্যাটসম্যান ছিলেন তিনি। খেলার মাঠে চোট পাওয়ার পর আর তাঁর খেলা হয়নি। তবে অভিনয় করতে গিয়ে আবার ২২ গজে ফিরলেন অশ্রুত। তিনি বলেছেন, ‘ছবির সেটে ধোনির সঙ্গে আমার দেখা হয়। তিনি খেলা উপভোগ করার পরামর্শ দেন। তাঁর কোচ আমার ফুটওয়ার্ক ঠিক করে দেন। ধোনির ছোটবেলার অনেক গল্পও বলেন কোচ। আমি অভিনেতা হিসেবে এই ছবিতে সই করেছিলাম কিন্তু শেষপর্যন্ত ক্রিকেটার হয়ে গেলাম।’
পরিচালক নীরজ পাণ্ডের সামনে একটি ফুটবল ম্যাচের মাধ্যমে অডিশন দিয়ে ধোনির বায়োপিকে সুযোগ পেতে হয়েছে অশ্রুতকে। তাঁর মতে, ভারতে ক্রিকেটার এবং অভিনেতারাই সবচেয়ে বেশি কদর পেয়ে থাকেন। এই ছবিতে দুটিই রয়েছে। ফলে তাঁর স্বপ্ন সত্যি হয়েছে।
খেলা উপভোগ করো, বায়োপিকের অধিনায়ককে পরামর্শ ধোনির
Web Desk, ABP Ananda
Updated at:
24 Sep 2016 09:18 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -