কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
নবনীতা দাসের পোস্টে ফের শুরু জল্পনা
তাঁদের সম্পর্ক কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে, তার স্পষ্ট উত্তর জানেন না কেউই। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় দুজনেই, কাজেও ব্যস্ত। সত্যিই কি বিচ্ছেদ নাকি আলাদা হলে নিজেদের আরও কিছুটা সময় দিতে চাইছেন জিতু কমল (Jeetu Kamal) ও নবনীতা দাস (Nabanita Das)? অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় হামেশাই ছবি শেয়ার করে নিচ্ছেন নবনীতা। সেখানে যেমন রয়েছে পুরনো সফরে যাওয়ার ছবি, তেমন রয়েছে নতুন ছবিও। তবে সদ্য নবনীতা যে ছবি শেয়ার করেছেন, সেখানে তাঁর হাতে ছিল পলা। শাঁখা-পলা বৈবাহিক সম্পর্কেরই চিহ্ন। আর সেই ছবি দেখে অনেকে লিখেছেন, 'হাতে লাল পলা, তোমাদের ডিভোর্সটা বাতিল হয়ে গেলেই ভাল হয়।' তবে বিচ্ছেদের বিষয়ে নতুন করে কিছু জানাতে চাননি অভিনেতা অভিনেত্রী। তাঁরা ব্যস্ত নিজেদের কাছে। একটি ধারাবাহিকের মুখ্যভূমিকায় দেখা যাচ্ছে নবনীতাকে। অন্যদিকে একের পর এক ছবির কাজে ব্যস্ত জিতু। সোশ্যাল মিডিয়ায় হামেশাই নতুন ছবি শেয়ার করে নেন জিতু। সেখানে মনখারাপের ছোঁয়া থাকলেও, প্রেমের সম্পর্কের কথা নেই।
রণবীর সিংহের 'রকিং' পোস্ট
রণবীর সিংহ (Ranveer Singh)। বলিউডের 'পাওয়ার হাউজ' (Power House)। আপাতত যাঁকে নিয়ে উচ্ছ্বসিত বলিউড প্রেমীরা। তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani) ঝড় তুলেছে প্রেক্ষাগৃহে। সেই আবহে বুধবার রণবীর প্রকাশ্যে আনলেন তাঁর 'রকস্টার' দাদুকেও (Nana)। বেশ বোঝা যাচ্ছে রণবীরের এই বিপুল এনার্জির উৎস কোথায়! বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি ও দুটি ভিডিও পোস্ট করেন অভিনেতা রণবীর সিংহ। প্রথম ছবিতেই সেই পোস্ট নজর কেড়েছে সকলের। দেখা যাচ্ছে 'নানা'কে জড়িয়ে রয়েছেন অভিনেতা, সঙ্গে 'ভিকট্রি' সাইন দেখিয়ে। রণবীরের পরনে নীল স্যোয়েটশার্ট যাতে গোলাপী হলুদে লেখা 'হোয়াট ঝুমকা?' আর তাঁর দাদুর পরনে কালো টিশার্ট। তাতে লেখা 'টিম রকি'। রণবীরের কথায় ছবিতে রকির চরিত্রের মূর্ত প্রতীক হচ্ছেন তাঁর দাদু। ক্যাপশনে অভিনেতা লেখেন, 'নানা হচ্ছেন রকিজমের প্রতীক! ৯৩ এবং এখনও 'রকি'ঙ!!!' তাঁর এই পোস্টে ভালবাসার বন্যা। পরের একটি ভিডিওয় দেখা যায় 'হোয়াট ঝুমকা' গানে নাতির সঙ্গে নাচ করছেন তিনি। তারপরের ভিডিওয় তাঁকে বলতে শোনা যায়, 'টিক্কি ছোড়ো টাকিলা লাও'।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন