কলকাতা: 'দ্য় কেরালা স্টোরি' মুক্তির পরই খবরের শিরোনামে উঠে এসেছিলেন অভিনেত্রী আদাহ্ শর্মা। সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হল তাঁকে। বলিউডসূত্রের খবর অনুযায়ী, ডাইরিয়া ও ফুড অ্য়ালার্জিতে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বুধবার 'কমান্ড'-র প্রচারে যাওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী।
আগামী, ১১ আগস্ট মুক্তি পাবে আদাহ্ শর্মা অভিনীত সিরিজ 'কমান্ডো' । এই সিরিজ সম্পর্কে বলতে গিয়ে, আদাহ বলেছেন, "আমি কমান্ডো ২ এবং ৩-এ ভাবনা রেড্ডির চরিত্রে অভিনয় করেছি। বিশ্বের যেখানেই একজন কমান্ডো তৈরি হচ্ছে সেখানে ভাবনা রেড্ডি কয়েক সেকেন্ডের জন্য হলেও সেখানে থাকবেন কিন্তু সে নিশ্চিত করবে যে সে সেখানে আছে! ভাবনা চরিত্রটি ওটিটি কমান্ডো এবং চলচ্চিত্রের মধ্যে সংযোগকারী উপাদান।" প্রেম এবং আদাহ ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন অমিত সিয়াল, তিগমাংশু ধুলিয়া, শ্রেয়া চৌধুরী এবং মানিনী চাড্ডা।
আদাহ্ শর্মাকে শেষ দেখা গিয়েছিল সুদীপ্ত সেনের 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) তে। ৪০ কোটির বাজেটে তৈরি এই ছবি (The Kerala Story) অভ্যন্তরীণ এবং বিদেশী সংগ্রহে ৩০০ কোটিরও বেশি ব্য়বস্য় করেছে। সম্প্রতি থিয়েটারে ৫০ দিন পূর্ণ করেছে এই ছবি।
আরও পড়ুন...
কোথাও উদযাপন শেষ, কোথাও আবার তুঙ্গে তোড়জোড়! একনজরে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস
উল্লেখ্য়, 'দ্য কেরালা স্টোরি' নিয়ে বিতর্ক হয়েছে যথেষ্ট। এই ছবি নিষিদ্ধ করা হয়েছিল পশ্চিমবঙ্গে। তবে শোনা যাচ্ছিল, অনেকেই নাকি এই ছবির জন্য গোপনে প্রশংসা করেছিলেন আদাহর। আর এই ছবি মুক্তির পরেই একের পর এক ছবির অফার আসে আদাহ্-র কাছে। অভিনেত্রী বলেছিলেন, 'আমার কাছে এখন প্রচুর ছবির অফার। অনেকেই নতুন ছবি আমায় নিয়ে পরিচালনা করতে চান। অনেক চিত্রনাট্যের মধ্যে থেকে কাজ বেছে নিতে খুব ভাল লাগছে। আমি চাই ইন্ডাস্ট্রিকে আরও অনেক ভাল ছবি উপহার দিতে।'
এর আগে নিজের ছবি 'দ্য কেরালা স্টোরি' নিয়ে কথা বলতে গিয়ে আদাহ্ বলেছিলেন, ' আমি এই ছবিতে রাজি হওয়ার জন্য কিছুটা সময় নিয়েছিলাম। আমরা এই ছবিতে কিছু আতঙ্কবাদীদের কথা বলেছিলাম। শুধু তাই নয়, বেশ কিছু ধর্মীয় ঘটনাও ছিল। এই ছবিটা নিয়ে মানুষের মনে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিল। কিন্তু যাঁরা এই ছবিটা দেখেছেন, তাঁদের কিন্তু আদৌ কোনও বিভ্রান্তি ছিল না। প্রত্যেকের কাছে গোটা বিষয়টা পরিষ্কার হয়েছিল। তবে অনেকেই ছবিটি দেখেননি। '
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন