কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
রণবীর কপূরের ফিটনেস ট্রেনিং
মাইথোলজিক্যাল ড্রামা ঘরানার ছবি 'রামায়ণ'-এ রামের চরিত্রে দেখা যাবে রণবীর কপূরকে (Ranbir Kapoor)। 'অ্যানিম্যাল' রণবীর এবার নতুন ছবির জন্যই নিজেকে ভেঙেচুরে নতুন করে তৈরি করছেন। ভগবান রামচন্দ্রের চরিত্রে মানানসই হতে কসরত করছেন দিনরাত। তার জন্য তাঁকে নিজের ক্ষমতার বাইরে গিয়েও পরিশ্রম করতে দেখা গেল (Fitness Training)। শহরতলির অংশে ওয়ার্কআউট ট্রেনিংয়ের ভিডিও ভাইরাল হল। সেটি সম্ভবত পোস্ট করেছেন তাঁর ফিটনেস কোচ নিজেই। ভিডিওর একাংশের নেপথ্যে অনুরাগীরা আলিয়া ও রাহার ঝলকও দেখতে পেয়েছেন। রণবীরকে দেখা গেল হাড়ভাঙা কসরত করতে, বাইরে দৌড়তে, সাঁতার কাটতে এমনকী পাহাড়ে চড়তেও। ভিডিও ভাইরাল হওয়ার পর, অনুরাগীদের উচ্ছ্বাস ধরে রাখা যাচ্ছে না। উত্তেজনা প্রকাশ করেছেন কমেন্ট বক্সে। এক অনুরাগী লেখেন, 'আমরা জানি আরকে এবারেও ধামাকা করবেন। আলিয়া আর রাহার ক্যামিও সবচেয়ে মিষ্টি ছিল'। আবার একজন লেখেন, 'রামায়ণ সিনেমাটি সুরক্ষিত হাতে'।
'গোমাংস' বিতর্কে কঙ্গনার মন্তব্য মানতে নারাজ নেটিজেনরা
সম্প্রতি তিনি 'গোমাংস' খাওয়ার সমস্ত 'অভিযোগ' অস্বীকার করেন, এবং সেই সঙ্গে তিনি জোর গলায় জানান যে তিনি নিরামিষাশী এবং একজন 'গর্বিত হিন্দু'। এক সভায় কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার বলেন যে এর আগে সোশ্যাল মিডিয়ায় গোমাংস খেয়েছেন বলা সত্ত্বেও কঙ্গনাকে বিজেপির টিকিট দেওয়া হয়েছে। 'এক্স' হ্যান্ডলে দেওয়া এক বিবৃতিতে কঙ্গনা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। কঙ্গনার দাবি, তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব বলা হচ্ছে। নেটদুনিয়া যদিও অভিনেত্রীর এই 'সাফাই' শুনে সন্তুষ্ট নন। তাঁরা খুঁজে বের করেছেন সেই পুরনো ট্যুইট যা অভিনেত্রী নিজেই পোস্ট করেছিলেন এবং লিখেছিলেন যে গোমাংস খাওয়ায় কোনও ক্ষতি নেই। তিনি লেখেন, 'আমি গোমাংস বা কোনও ধরনের লাল মাংস খাই না, আমার সম্পর্কে যে ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে তা অত্যন্ত লজ্জাজনক। আমি প্রায় এক দশক ধরে ইয়োগিক ও আয়ুর্বেদিক জীবনযাত্রার প্রচার করছি, এই ধরনের কাণ্ড আমার ভাবমূর্তি নষ্ট করতে পারবে না। আমার মানুষজন আমাকে চেনেন ও তাঁরা জানেন যে আমি গর্বিত হিন্দু এবং তাঁদের কোনও কিছুই ভুল দিকে চালিত করতে পারবে না, জয় শ্রী রাম।' নেটিজেনরা কোনও সময় নষ্ট না করে কঙ্গনার ২০১৯ সালের পোস্ট খুঁজে বের করেন। সেখানে লেখা ছিল, 'গোমাংস খাওয়ায় কোনও সমস্যা নেই।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।