কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
প্রকাশ্যে 'রোম্যান্টিক' জওয়ানের নতুন গানের ঝলক
ফের চেনা ঢঙে, দুই হাত ছড়িয়ে রোম্যান্সকে আলিঙ্গন করলেন শাহরুখ খান। শনিবার সন্ধ্যায় হঠাৎই সারপ্রাইজ মিলল কিং খানের (Shah Rukh Khan) সোশ্যাল মিডিয়া পেজে। কিছু স্টিল ছবি দিয়ে তৈরি একটি কোলাজ। পরতে পরতে রোম্যান্সের ঝলক। 'ইশক মে... দিল বনা হ্যায়... দিল ফনা হ্যায়...'। এই প্রথম শাহরুখ খানের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে দক্ষিণের সুপারস্টার নয়নতারাকে (Nayanthara)। টিজারে যদিও নয়নতারার মুখ স্পষ্ট প্রকাশ করা হয়নি। এদিনের পোস্টের ক্যাপশনে অভিনেতা লেখেন, 'জওয়ানের প্রেম। রোম্যান্টিক। মৃদু মিষ্টি। 'চলেয়া' মুক্তি পাচ্ছে সোমবার।' একইসঙ্গে তিনি লেখেন, 'অনিরুদ্ধ তুমি ম্যাজিকাল। চিরকালের মতোই ফারাহ তোমায় ভালবাসা। অরিজিৎ তোমার কণ্ঠে আবারও আমাকে ভালবাসার মতো শোনাচ্ছে। শিল্পা তোমার কণ্ঠ ঐশ্বরিক এবং কুমার তোমার কবিতা 'বহুত চঙ্গি হ্যায়'।' ১৪ অগাস্ট, অর্থাৎ আগামী সোমবার মুক্তি পাবে এই নতুন গান। উচ্ছ্বাস অনুরাগীদের মধ্যে, পোস্ট ভাসল শুভেচ্ছাবার্তায়।
'দশম অবতার' ছবির শ্যুটিং শেষ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
দুর্গাপুজো মানেই বাঙালি দর্শকের জন্য নতুন ছবি নিয়ে আসেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। এবারও আনছেন তিনি, 'দশম অবতার' (Dawshom Awbotaar)। একপর্দায় একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত, জয়া আহসানকে। এদিন একটি ভিডিও পোস্ট করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) নিজের শ্যুটিং পর্ব শেষের ঘোষণা করেন। এক ফ্রেমে পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য ও জয়া আহসানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পর্দার প্রবীর রায়চৌধুরীর হাতে রয়েছে বন্দুক। চারিদিক অন্ধকার, অর্থাৎ ভোররাত বোঝাই যাচ্ছে। বুম্বাদার কথাতেই জানা যায় তখন বাজছে ভোর ৩টে। প্রবীর রায়চৌধুরী তাঁর শ্যুটিং শেষ করলেন। বাকিদের কাজ এখনও বাকি। ভিডিওর মধ্যে খুনসুটি করে পরিচালকের প্রশ্ন 'প্রবীর বাবু কেমন লাগল আপনার শ্যুটটা করে?' তাতেই গম্ভীর উত্তর, 'বাবু না স্যর!' এরপরেই সৃজিতের মুখে '২২শে শ্রাবণ' ছবিতে প্রবীর রায়চৌধুরীর সেই বিখ্যাত সংলাপ, 'আমি মুদির দোকান চালাই না।' সৃজিতের কথা শেষ হওয়ার আগেই হাসির ফোয়ারা। অট্টহাসি করতালিতে ফেটে পড়েন সকলে। নেপথ্যে বাজছে, 'এই শ্রাবণ...'।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন