মুম্বই: নবরাত্রির শুভেচ্ছাবার্তায় অশালীন ইঙ্গিতপূর্ণ ছবি ও লেখা পোস্ট করার অভিযোগ উঠল বিনোদন ও অনলাইন ওটিটি প্ল্যাটফর্ম ‘ইরোস নাও’-এর বিরুদ্ধে। সংস্থাকে বয়কট করার ডাকও উঠল সোশ্যাল মিডিয়ায়। চাপের মুখে শেষে ক্ষমা চাইল ইরোস।

বৃহস্পতিবার সকাল থেকেই ‘বয়কটইরোসনাও’ হ্যাশট্যাগ ভাইরাল হয়। শনিবার থেকে শুরু হয়েছে নবরাত্রি। সেই উপলক্ষে অভিনেতা-অভিনেত্রীদের বিভিন্ন ছবি ও সিনেমার বিভিন্ন দৃশ্যের ভিডিও পোস্ট করেছে ইরোস নাও। সেখানে রয়েছে ‘বাজিরাও মস্তানি’ সিনেমায় দীপিকা পাড়ুকোনের ছবি, ‘রা ওয়ান’ সিনেমায় করিনা কপূরের ছবি, ‘রামলীলা’ ছবির গরবা নাচের দৃশ্যের ভিডিও ইত্যাদি। তবে বিতর্ক তৈরি হয়েছে ক্যাটরিনা কাইফের একটি ছবি নিয়ে। ছবিতে অভিনেত্রীর পৃষ্ঠদেশ উন্মুক্ত। সঙ্গের ক্যাপশনে অশালীনতার ছাপ খুঁজে পেয়েছেন অনেকে।







এই ধরনের ছবির মাধ্যমে নবরাত্রির শুভেচ্ছা আসলে ‘হিন্দু ধর্মের অপমান’ বলে তোপ দাগেন নেটিজেনদের একাংশ। ক্যাটরিনা ছাড়াও আরও বেশি কয়েকটি ছবি নিয়ে আপত্তি তুলেছেন ধর্ম নিয়ে সংবেদনশীল অনেকে। কেউ কেউ কাঠগড়ায় তোলেন সংস্থার নতুন চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) আলি হুসেনকে।



চাপের মুখে এই পোস্ট নিয়ে বিবৃতি দিয়েছে ইরোস নাও কর্তৃপক্ষ। ভারতের সংস্কৃতির উপর তারা শ্রদ্ধাশীল বলে জানানো হয়েছে। কারও ভাবাবেগকে আঘাত করার অভিপ্রায় ছিল না বলে ঘটনার জন্য ক্ষমাও চেয়েছে ইরোস নাও। ক্যাটরিনার ছবি-সহ পোস্টটি সরিয়েও নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে।