কলকাতা: প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন অনির্বাণ ভট্টাচার্য ও পাওলি দাম। সৌজন্যে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'। ইতিমধ্যেই পাকা হয়ে গিয়েছে চরিত্র নির্বাচন। তবে ছবির শ্যুটিং শুরু হবে আগামী বছরের প্রথম দিকে।


শুরু থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ও রানা সরকার প্রযোজিত লহ গৌরাঙ্গের নাম রে'। কেন? অন্যতম কারণ ছবির কাস্টিং। শোনা গিয়েছিল এই ছবিতে অভিনয়ের জন্য সৃজিতের প্রথম পছন্দ ছিলেন যীশু সেনগুপ্ত। কিন্তু কোনও এক অজানা কারণে চরিত্রায়নের তালিকা থেকে বাদ পড়েছে যীশুর নাম। তবে টিম 'লহ গৌরাঙ্গের নাম রে'-র তরফে অবশ্য দাবি করা হয়েছে, ডেট না পাওয়ার জন্যই এই ছবিতে কাজ করতে পারছেন না যীশু।


'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। যীশুর জন্য যে চরিত্র ভাবা হয়েছিল, অনির্বাণ সেই চরিত্রে অভিনয় করবেন কিনা তা স্পষ্ট নয়। তবে এই ছবিতে নতুন জুটি পেতে চলেছে টলিগঞ্জ। অনির্বাণের বিপরীতে পর্দায় অভিনয় করবেন পাওলি দাম। অনির্বাণের সঙ্গে এই প্রথম কাজ অভিনেত্রীর। নতুন ছবি নিয়ে উচ্ছসিত পাওলিও। এবিপি লাইভকে অভিনেত্রী বলছেন, 'অনির্বানের সঙ্গে আমার এই প্রথম কাজ। আর এর আগে সৃজিতের সঙ্গে 'জুলফিকর'-এ কাজ করলেও ওখানে আমার ক্যামিও চরিত্র ছিল। এবার পুরোপুরিভাবে কাজ করব। প্রযোজক রানা সরকারের কথা হয়েছে ইতিমধ্যেই। ওঁর সঙ্গে এটা আমার তৃতীয় কাজ। চিত্রনাট্য পড়ে চরিত্রটা ভীষণ আকর্ষণীয় বলে মনে হয়েছে আমার। আগামী বছরের প্রথম থেকেই কাজ শুরু। অধীর আগ্রহে অপেক্ষা করছি নতুন অভিজ্ঞতা সংগ্রহের।


অন্যদিকে নতুন জুটি নিয়ে খুশি রানাও। এবিপি লাইভকে প্রযোজক বলছেন, 'অনির্বাণ আর পাওলির সঙ্গে আমি এর আগেও কাজ করছি। দুজনেই খুব প্রতিভাবান অভিনেতা অভিনেত্রী। ওদের দুজনকে একে অপরের বিপরীতে অভিনয় করতে দেখতে দর্শকদের ভালো লাগবে আশা করছি। নতুন জুটি নিয়ে অবশ্যই অনেকটা প্রত্যাশা রয়েছে।'


শোনা যাচ্ছে, এই ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখতে পাওয়া যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। যীশুর পর দ্বিতীয় পছন্দ কী পরমব্রত? রহস্য বজায় রেখে প্রযোজকের উত্তর, 'পরমব্রত অভিনয় করছেন, তবে যীশুর জায়গায় না অন্য কোনও চরিত্রে তা এখনই বলা যাবে না।'