কলকাতা: খবর পাওয়া যাচ্ছিল, ট্র্যাফিক আইন ভেঙে কড়া জরিমানার মুখে পড়েছেন তিনি। তবে ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই, সেই খবর নিজেই উড়িয়ে দিলেন জনপ্রিয় এই ব়্যাপার। কে তিনি? তিনি বাদশা। গতকালই জানা গিয়েছিল, গুরুগ্রাম ট্র্যাফিক পুলিশ তাঁর নামে ১৫ হাজার টাকার চালান কেটেছে। কারণ হিসেবে বলা হয়েছে, তিনি রাস্তায় ভুল দিকে গাড়ি চালাচ্ছিলেন, এর পাশাপাশি গাড়িতে তারস্বরে বাজছিল গান। বেপরোয়া ড্রাইভিংয়ের জন্যই তাঁকে এই 'শাস্তি' বলে জানানো হয়েছে। ১৫ ডিসেম্বর সোহানা রোডের একটি মলে পাঞ্জাবি গায়ক করণ আউজলার একটি কনসার্টে বিশেষ উপস্থিতির জন্য এসেছিলেন বাদশা। সেই সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। মাহিন্দ্রা থর গাড়িতে চেপে আসেন গায়ক। এই গাড়িটি পাণিপথের বাসিন্দা জনৈক দীপেন্দর মালিকের নামে রয়েছে।
আর, ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই এই ঘটনার সত্যতা উড়িয়ে দিলেন বাদশা। তাঁর টিমের তরফ থেকে জানানো হয়েছে, বাদশার এই রাস্তার ভুল দিক দিয়ে গাড়ি চালানোর তথ্যটা একেবারে ভুল। সেই সঙ্গে জানানো হয়েছে, বাদশা নিজে কোনও গাড়িই চালাচ্ছিলেন না। এই ঘটনাকে অসম্মানজনক বলে দাবি করা হয়েছে বাদশার টিমের তরফ থেকে। বাদশার নামে যে অভিযোগ করা হয়েছে তা পুরোপুরিই অসত্য। এতে বাদশার অপমান হয়েছে বলেই টিমের তরফ থেকে জানানো হয়েছে।
প্রসঙ্গত, এই ঘটনায় প্রসঙ্গে গুরুগ্রাম পুলিশের জনসংযোগ আধিকারিক সন্দীপ কুমার বলেছেন, সোহানা রোডে তিনটি গাড়ি ভুল দিকে চালানো হচ্ছে বলে গতকাল খবর পায় গুরুগ্রাম পুলিশ। সেখানে একটি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছিল। তথ্যের ভিত্তিতে একটি গাড়ির নম্বর প্লেট অনুযায়ী ভুল দিকে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর জন্য ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তদন্তে উঠে আসে যে, গাড়িটি বাদশার কনভয়। অন্য দু'টি গাড়ির টেম্পোরারি রেজিস্ট্রেশ ছিল। বিস্তারিত তদন্ত চলছে।
এই ঘটনার পর নতুন করে ব়্যাপারকে ঘিরে থাকা একাধিক বিতর্ক নিয়ে চর্চা শুরু হয়েছে। গতমাসেই চণ্ডীগড়ে বাদশার ক্লাব লক্ষ্য করে বিস্ফোরণ হয়। গ্যাংস্টার গোল্ডি ব্রার এই বিস্ফোরণ ঘটায় বলে দাবি করা হয়। গোল্ডি আবার লরেন্স বিষ্ণৈ গ্যাংয়ের সদস্য। সেক্টর ২৬ ক্লাবের বাইরে ওই বিস্ফোরণে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।