মুম্বই: মাস দেড়েক হয়েছে বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে এবং এখনও হচ্ছে। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা, যদি আত্মহত্যা হয়, তবে তাতে কাদের প্ররোচনা আছে, নেপোটিজমের প্রভাব কতখানি ইত্যাদি নিয়ে এখনও দেশ তোলপাড়। রোজ সেলিব্রিটি অভিনেতা, পরিচালকদের ডেকে থানায় জেরা করে চলেছে পুলিশ। তার জের কাটতে না কাটতেই টিনসেল টাউনে আরও এক তরুণ অভিনেতার আত্মহত্যার খবর। এবার আত্মহত্যা করলেন জনপ্রিয় মরাঠি অভিনেতা আশুতোষ ভাকরে৷ ৩৪ বছরে বিদায় নিয়েছেন সুশান্ত। আশুতোষের বয়স আরও কম, মাত্রই ৩২। মহারাষ্ট্রের নানদেড়ের গণেশ নগর এলাকায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আশুতোষ।


তরুণ অভিনেতা হঠাৎ কেন তাঁর এমন চরম সিদ্ধান্ত নিলেন বুঝে উঠতে পারছেন না কেউ৷ তাঁর নিজের জীবন শেষ করে ফেলার কারণ কী, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে পরিবারের তরফে জানা গিয়েছে,  বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন আশুতোষ। সাম্প্রতিক সময়ে নাকি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন আশুতোষ, যেখানে উঠে এসেছে তাঁর মানসিক অবসাদগ্রস্ততার ছবি।


অবসাদেই আশুতোষ আত্মহত্যার সিদ্ধান্ত নেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ।  এ ব্য়াপারে তিনি কোনও চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন কি না কিংবা ওষুধ খাচ্ছিলেন কি না, সে বিষয়েও জানা যায়নি কিছু। আশুতোষের স্ত্রী ময়ূরী দেশমুখও এ বিষয়ে কিছু জানাননি এখনও। প্রসঙ্গত, ময়ূরীও মরাঠি টিভির জনপ্রিয় অভিনেত্রী৷ ২০১৬ সালে তাঁরা বিয়ে করেন৷ বিয়ের মাত্র চার বছরের মধ্যেই এমন ঘটনা।


তদন্তকারী পুলিস অফিসার অনন্ত নারুথে জানান, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ আশুতোষ ভাকরের মৃত্যুর খবর তাঁরা পান। আশুতোষের বাবার সঙ্গেও কথা বলা হয়েছে। তবে আত্মহত্যার জন্য ওই মারাঠি অভিনেতা কাউকে দায়ী করেননি। সমস্ত দিক খতিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। একটা মহল মনে করছে চার মাস ধরে ফিল্ম সিরিয়ালের শ্যুটিং বন্ধ থাকায় কাজের অভাবে, টাকার টানাটানিতে মানসিক অবসাদে আচ্ছন্ন হচ্ছেন অভিনেতা ও কলাকুশলীরা। স্টুডিও বন্ধ থাকায় ফিল্ম-সিরিয়ালে কাজ করা শিল্পী সবজি বিক্রি করছেন, রাখি তৈরি করছেন এমন ঘটনার খবর মিলেছে। এক্ষেত্রে তেমন কিছু হয়েছে কি না, তাও খতিয়ে দেখবে পুলিশ।