লকডাউনের সময় বাড়িতে বৌকে খুশি করবেন কীভাবে? পরামর্শ দিলেন শাহিদ কপূর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Mar 2020 02:11 PM (IST)
শ্যুটিং বন্ধ। পিছিয়ে গিয়েছে বেশিরভাগ সিনেমার মুক্তির দিন। অবসর সময় কাটাচ্ছেন তারকারা।
ইনস্টাগ্রাম আর টুইটার ভরে যায় শাহিদ-মীরার এক ধরনের শার্ট পরা ছবিতে।
মুম্বই: করোনা আতঙ্কের জেরে স্তব্ধ জনজীবন। ১৪ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্ধ কাজকর্ম। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নন, এমন সকলকেই সময় কাটাতে হচ্ছে স্বেচ্ছায় ঘরবন্দি হয়ে। সেই তালিকায় রয়েছেন অভিনেতারাও। শ্যুটিং বন্ধ। পিছিয়ে গিয়েছে বেশিরভাগ সিনেমার মুক্তির দিন। অবসর সময় কাটাচ্ছেন তারকারা। তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের প্রশ্নের উত্তর দিলেন শাহিদ কপূর। এক ভক্ত ট্যুইট করে তাঁর কাছে জানতে চেয়েছিলেন, লকডাউনের সময় বাড়িতে বৌকে খুশি করব কীভাবে? কবীর সিংহ খ্যাত অভিনেতার সরস জবাব, ‘আদরের সঙ্গে তার সেবা করো। কারণ বস সব সময়ই বস।’ নেটিজেনদের সকলেই শাহিদের হাস্যরসের তারিফ করেছেন। কেউ কেউ আবার এ-ও লিখেছেন যে, শাহিদের স্ত্রী মীরা রাজপুত কপূর এই উত্তর শুনলে নিশ্চয়ই আপ্লুত হবেন। এক ভক্ত জানতে চেয়েছিলেন, মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহলির মধ্যে কাকে তিনি বেশি পছন্দ করেন? শাহিদের জবাব, মা ও বাবার মধ্যে কাউকে আবার বাছা যায় নাকি!