ইনস্টাগ্রামে বিদ্যার শেয়ার করা ভিডিওতে করোনাভাইরাস আতঙ্কে পরিবহণ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। এজন্য পরিবেশে দূষণ কমেছে বলে ভিডিওতে মন্তব্য করা হয়েছে। ওই ভিডিওতে আরও বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই পরিবেশ দূষণের সমস্যার দিকে খেয়াল রাখার বার্তা দিচ্ছিল, আমরা তা কর্ণপাত করিনি।
বিদ্যার এই ভিডিও শেয়ার করার সমালোচনায় সরব নেটিজেনদের একাংশ। তাঁদের মধ্যে একজন কড়া ভাষায় লিখেছেন, আপনার পরিচিত কেউ আক্রান্ত হলেও কি এভাবেই ভাইরাসকে ধন্যবাদ জানাবেন। অন্য একজন বলেছেন, এই ভিডিও অনুভূতিহীনতার চূড়ান্ত।