ছবির পরিচালক মন্তব্য করেছেন, এধরনের ভিত্তিহীন খবর প্রচার করা খুবই দুর্ভাগ্যজনক। মূলত, নজর টানতেই এধরনের খবর ছড়ানো হয়েছে। সামান্য একটু সত্যতা নেই খবরে। ‘ফ্যানি খান’ একটি টিম এবং সকলে মিলে মিশেই কাজ করছেন।
এমনকি ছবির প্রযোজক দাবি করেছেন, ‘ফ্যানি খানে’র জন্যে এরমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন অ্যাশ এবং অনিল কপূর। একজন পেশাদার অভিনেতার মতো, তাঁরা ছবির অন্য চরিত্রে কে অভিনয় করবেন, সেই নিয়ে কোনও মাথাব্যাথা করেন না। গল্পের চিত্রনাট্য অসাধারণ, এবং দুনিয়াকে দেখাতে তিনি বিশেষ আগ্রহী।
প্রসঙ্গত, দিন কয়েক আগে একটি নিউজ পোর্টালের মাধ্যমে একটি খবর রটানো হয় যে, ছবিতে মাধবনের অভিনয় করা নিয়ে প্রযোজক-পরিচালকের সঙ্গে সংঘাতে অ্যাশ। এমনকি শোনা যায় মাধবন নয়, রাজকুমার রাও ছিলেন অ্যাশের প্রথম পছন্দ। তবে বুধবার চূড়ান্ত হয়, ছবিতে অভিনয় করবেন মাধবনই। তবে এই খবরটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি ছবির পরিচালক-প্রযোজকের। ছবিটি অস্কার স্বীকৃত ‘এভরিবডিস ফেমাস’ থেকে অনুপ্রাণিত।