মুম্বই : শেষ ছবি ২০১০-এ মুক্তি পেয়েছিল। 'দুলহা মিল গয়া' ছবি দিয়ে শেষবার রুপোলি পর্দায় দর্শকদের সামনে এসেছিলেন ফারদিন খান (Fardeen Khan)। এগারো বছর পর ফের বড় পর্দায় কামব্যাক হতে চলেছে 'হে বেবি' (Heyy Bbay) অভিনেতার। পরিচালক সঞ্জয় গুপ্তর ছবি 'বিষ্ফোট' দিয়ে সিলভার স্ক্রিন মাতাতে আসছেন বলেই জানা যাচ্ছে।


আরও পড়ুন - Bigg Boss OTT Grand Finale: কবে আর কখন দেখতে পাবেন 'বিগ বস ওটিটি'র গ্র্যান্ড ফিনালে?


জানা যাচ্ছে, পরিচালক সঞ্জয় গুপ্তর আগামি ছবি 'বিষ্ফোট'-এ ফারদিন খানের সঙ্গে থাকতে চলেছেন রীতেশ দেশমুখও (Ritesh Deshmukh)। আরও জানা যাচ্ছে, এই ছবি ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ভেনেজুয়েলার ছবি 'রক, পেপার, সিজার'-র অফিশিয়াল রিমেক। প্রসঙ্গত, এই ছবিটি ৮৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ভেনেজুয়েলার ছবি হিসেবে সেরা বিদেশী ভাষার ছবি হিসেবে মনোনীত হয়েছিল। 


আরও পড়ুন - KBC 13: 'কৌন বনেগা ক্রোড়পতি'তে কবে বিগ বি-র সামনে হট সিটে বসতে আসছেন নীরজ চোপড়া?


আরও পড়ুন Yami Gautam in Bhoot Police: প্রত্যেকদিন ৩ ঘণ্টা সময় লাগত 'ভূত পুলিশ'-এর লুক পেতে: ইয়ামি গৌতম


পরিচালক সঞ্জয় গুপ্ত এই প্রসঙ্গ বলছেন, 'আমার খুবই ভালো লাগছে যে একটা বিশেষ ছবি দিয়ে ফারদিন খানের রুপোলি পর্দায় কামব্যাক হচ্ছে। পাশাপাশি রীতেশের সঙ্গে জুটি বেঁধে ওর অভিনয় দর্শকদের এর আগেও পছন্দ হয়েছিল। আশা করছি এই ছবিও দর্শকদের বিনোদন দেবে। ছবিটা তৈরি করতে আমি এবং আমার টিম অনেক পরিশ্রম করছি। দর্শকদের কাছে বিশেষ ছবি হয়ে থেকে যাবে 'বিস্ফোট'। আমি এবং আমার টিম এমনটাই আশা করছি।' প্রসঙ্গত, রীতেশ দেশমুখের সঙ্গে এর আগে শেষবার 'হে বেবি' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল ফারদিন খানকে। ১৪ বছর পর তাঁদের একসঙ্গে পর্দায় দেখে দর্শকরা আবারও আগের আমেজ ফিরে পাবেন বলে আশা পরিচালকের। শোনা যাচ্ছে, ফারদিনের খানের এই ছবি আগামি দু সপ্তাহ মুম্বইতে শ্যুটিং হবে। প্রসঙ্গত, মাঝখানে অভিনেতার অতিরিক্ত ওজন বেড়ে গিয়েছিল বলে শোনা গিয়েছিল। পরে আবার ওজন ঝরিয়েও ফেলেন বলে জানা যায়।