নয়াদিল্লি: সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড ডিভা ইয়ামি গৌতম অভিনীত হরর-কমেডি ঘরানার ছবি 'ভূত পুলিশ'। ছবিতে ইয়ামির সঙ্গে অভিনয় করেছেন সেফ আলি খান, অর্জুন কপূর ও জ্যাকলিন ফার্নান্ডেজ। ছবির গল্প অনুযায়ী, 'ভিকি ডোনর' অভিনেত্রীর দেহে এক শক্তিশালী আত্মা ভর করে এবং সেই সূত্রে তাঁকে বেশ কিছু স্টান্ট করতে দেখা যায় ছবিতে।
'ভূত পুলিশ' ছবিতে ইয়ামি গৌতমের অভিনয় বেশ প্রশংসিত হয়েছে ইতিমধ্যেই। কথায় আছে, 'একজন অভিনেতার কাজ মোটেও সহজ নয়'। ইয়ামিকেও এই ছবির শ্যুটিংয়ের সময়ে ধর্মশালার কনকনে ঠান্ডা আবহাওয়ায় বেশ খাটাখাটনি করতে হয়েছিল। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে অভিনেত্রী জানান, ঘাড়ে চোট থাকা সত্ত্বেও বিভিন্ন স্টান্ট করতে হয়েছিল তাঁকে। চোট নিয়ে শ্যুটিং করতে পারার জন্য তিনি অবশ্য যোগব্যায়ামের অভ্যাসকে ধন্যবাদ জানিয়েছেন।
ছবিতে নিজের লুক কীভাবে তৈরি হয়েছিল সেই একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, 'হরর ছবির প্রতি আমার ভালবাসাই ভূত পুলিশ ছবিতে অংশ নিতে উৎসাহিত করেছিল আমাকে। কাজটা সহজ ছিল না কারণ আমার এই লুকে পরিণত হতে ৩ ঘণ্টা সময় লাগত এবং এর থেকে বের হতে ৪৫ মিনিট সময় লাগত। প্রতিদিন খালি পায়ে শ্যুটিং করা এবং হিমাচলের ঠান্ডা রাতে তার নিয়ে কাজ করা চলত। ঘাড়ের চোট থাকা সত্ত্বেও আমি সবটা নিজেই করতে চেয়েছিলাম এবং আমার যোগব্যায়ামের অভ্যাস আমাকে খুব সাহায্য করেছে। যদিও আমি চেয়েছিলাম খানিক প্রোফেশনাল সাহায্য নিতে কিন্তু অতিমারীর বিধিনিষেধে তা সম্ভব হয়ে ওঠেনি। আমি সেটে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এই চ্যালেঞ্জগুলো হচ্ছে আমাদের কাজের অংশ যা আমি প্রচণ্ড ভালবাসি। এবং আমি এটা বার বার করতে রাজি আছি।'
ক্যাপশনের শেষে অভিনেত্রী তাঁর এই লুকের জন্য মেক-আপ আর্টিস্ট ও তাঁর টিমকে ধন্যবাদ জানাতেও ভোলেননি।