বিবাহবিচ্ছেদের কথা সন্তানদের জানানো সহজ নয়, মুখ খুললেন ফারহান
Web Desk, ABP Ananda | 10 Oct 2019 04:15 PM (IST)
ফারহান-অধুনার জুটি ভাঙার খবরে কার্যত অবাক হয়ে গিয়েছিল বলিটাউন। তারপর পেরিয়েছে বেশ কয়েকবছর। ফারহান এখন নতুন সম্পর্কে।
মুম্বই: দাম্পত্য সম্পর্কে ছেদ আসতে পারে। কিন্তু মা-বাবা হিসেবে সেই কথা সন্তানদের সামনে তুলে ধরা সহজ নয়, মানলেন ফারহান আখতারও। দীর্ঘ ১৬ বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টেনে কয়েকবছর আগে আলাদা হন ফারহান ও অধুনা ভবানি। তাঁদের দুই সন্তান। ফারহান-অধুনার জুটি ভাঙার খবরে কার্যত অবাক হয়ে গিয়েছিল বলিটাউন। তারপর পেরিয়েছে বেশ কয়েক বছর। ফারহান এখন নতুন সম্পর্কে। শিবাণী দান্ডেকরের সঙ্গে ‘রক অন’ স্টারের সম্পর্ক নিয়ে চর্চার অন্ত নেই। নতুন সম্পর্ক নিয়ে রাখঢাক করারও চেষ্টা করেননি তিনি। তবে বিবাহবিচ্ছেদের কথা সন্তানরা কি মেনে নিয়েছে? এই প্রসঙ্গে বরাবরই চুপ থেকেছেন তিনি। অবশেষে ‘স্কাই ইজ পিঙ্ক’ নিয়ে কথা বলতে গিয়ে ফারহানের মুখে শোনা গেল সেই অধ্যায়ের কথা। ছবিতে তাঁর চরিত্রটিও একটি বিচ্ছেদের মধ্য দিয়ে যায়। চরিত্রের বিষয়ে কথা বলতে গিয়েই ওঠে ব্যক্তিগত প্রসঙ্গ। তখন তিনি বলেন, সন্তানদের বিবাহবিচ্ছেদের কথা বলা সত্যিই খুব কঠিন। তারা বিষয়টা কীভাবে নেবে, এই সঙ্কোচ থেকেই বিষয়টা আরও কঠিন হয়ে ওঠে। তবে সন্তানদের কাছে সৎ থাকতে পারলে, তারাও আপনার প্রতি সৎ থাকবে, মত ফারহানের। তিনি বলেন, ''আমরা যা ভাবি, তার থেকে অনেক ভালোভাবে সন্তানরা পরিস্থিতিটা বোঝে। তখনই না বুঝলেও, আস্তে আস্তে তারা ঠিক বুঝে যায়, কেন আপনি এটা করছেন।'' যদিও ফারহানের প্রাক্তন স্ত্রী অধুনা এই বিষয়ে মুখ খোলেননি।