মুম্বই: ভালোবাসার মাসে ভালোবাসার মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করলেন বলিউড অভিনেতা, পরিচালক, প্রযোজক ফারহান আখতার (Farhan Akhtar)। দীর্ঘ দিনের প্রেমিকা শিবানী ডান্ডেকরের (Shibani Dandekar) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। গত ২৩ ফেব্রুয়ারি খান্ডালায় জাভেদ আখতার ও শাবানা আজমির ফার্ম হাউজে বসেছিল তাঁদের বিয়ের আসর। ঘনিষ্ঠ ব্যক্তি, বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে তাঁরা বিয়ে সারেন। যদিও হিন্দু কিংবা মুসলিম কোনও রীতি মেনেই বিয়ে হয়নি তাঁদের। বরং একে অপরের প্রতি অঙ্গীকারবদ্ধ হলেন তাঁরা। আগেই শোনা গিয়েছিল ফারহান আখতারের বিয়েতে উপস্থিত থাকতে পারেন তাঁর প্রথম পক্ষের দুই কন্যা। সম্প্রতি অভিনেতার পোস্ট করা বিয়ের ছবিতে দেখা গেল তাঁর দুই কন্যা শাক্য ও আকিরাকে।



শিবানী ডান্ডেকরের সঙ্গে বিয়ের বেশ কিছু বছর আগে হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ফারহান আখতার। তাঁদের দুই কন্যা সন্তান রয়েছে। ফারহান-অধুনার দুই কন্যা শাক্য ও আকিরার সঙ্গে শিবানী ডান্ডেকরের সম্পর্ক বেশ মধুর। সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ের নানা মুহূর্তের ছবি পোস্ট করেছেন দুই তারকা। সেই ছবিতেই দুই কন্যা শাক্য ও আকিরাকে দেখা যাচ্ছে। বেশ কিছু ছবির কোনওটাতে তাঁদের দেখা যাচ্ছে সেজেগুজে বাবার সঙ্গে ক্যামেরায় পোজ দিতে। আবার কোনও ছবিতে তাঁরা নেহাতই আনন্দ উপভোগ করতে ব্যস্ত। পরিবারের এমন বন্ধনে মুগ্ধ নেট দুনিয়া। ফারহান আখতারও ছবি পোস্ট করে লিখেছেন, 'বন্ধু, পরিবার আর আনন্দের মুহূর্ত।' বিশেষ একটি ছবিতে ফারহান আখতারের মা হানি ইরানিকেও দেখা গিয়েছে ক্যামেরায় পোজ দিতে।






আরও পড়ুন - Rituparna Sengupta: কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারের জন্মদিনে শুভেচ্ছা ঋতুপর্ণা সেনগুপ্তর


প্রসঙ্গত, শিবানী ডান্ডেকরের সঙ্গে বিয়ের পর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করে ফরাহান আখতার লেখেন, 'কয়েকদিন আগে শিবানী ডান্ডেকর ও আমি একসঙ্গে বহু মানুষের সঙ্গে বিশেষ মুহূর্ত উদযাপন করেছি। সেই বিশেষ দিনে আমাদের ব্যক্তিগত মুহূর্ত বজায় রাখার জন্য, সম্মান বজায় রাখার জন্য আমরা সকলের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের একসঙ্গে পথচলার নতুন শুরুর জন্য আপনাদের সকলের আশীর্বাদ খুবই জরুরি. আপনারা সকলে আমাদের আশীর্বাদ করুন। এই আনন্দ উপভোগ অসম্পূর্ণ থেকে যাবে যদি না আমরা এই সমস্ত বিশেষ মুহূর্তের ছবি আপনাদের সঙ্গে ভাগ না করে নিই। আমাদের দুজনের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা।'