কিয়েভ: রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এ বার সরাসরি নাগরিকদের হাতে অস্ত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ইউক্রেনের (Russia-Ukraine Crisis) প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি (Volodymyr Zelensky)। শহরে শহরে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিলেন তিনি। তার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসতে আহ্বান জানালেন।


বৃহস্পতিবার টুইটারে জেলেনস্কি লেখেন, 'দেশ রক্ষায় এগিয়ে এলে, সে যে কেউই হোন না কেন, হাতে অস্ত্র তুলে দেব আমরা। ইউক্রেনের সমর্থনে শহরের মোড়ে মোড়ে প্রতিরোধ গড়ে তুলুন।'



রাশিয়াকে প্রতিহত করতে নাগরিকদের অস্ত্র ব্যবহারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন বলেও জানিয়েছেন জেলেনস্কি। তিনি লেখেন, 'দেশকে রক্ষা করতে এগিয়ে এলে ইউক্রেনের নাগরিকদের উপর থেকে অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। অস্ত্র তুলে দেওয়া হবে সকলের হাতে।'


আরও পড়ুন: Ukraine Russia War: রুশ আক্রমণ শুরু, কী করবে ইউক্রেন? কী পদক্ষেপ নিতে পারে আমেরিকা বা ন্যাটো?



শুধু তাই নয়, ভ্লাদিমির পুতিন এবং রুশ সেনার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রুশ নাগরিকদেরও আবেদন জানান জেলেনস্কি। রুশ আগ্রাসনকে এ দিন জার্মানির নাৎসি বাহিনীর সঙ্গেও তুলনা করপেন জেলেনস্কি। তাঁর কথায়, 'সকালে আমাদের দেশের উপর আক্রমণ হেনে বিশ্বাসঘাতকতা করেছে রাশিয়া। ঠিক যে ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি বিশ্বাসঘাতকতা করেছিল। বর্তমানে বিশ্বের তাবড় দেশ ইতিহাসের এক এক দিকে দাঁড়িয়ে। রাশিয়া ভয়ঙ্কর পথে এগোচ্ছে। কিন্তু ইউক্রেন নিজেকে রক্ষা করে চলেে। মস্কো যাই ভাবুক না কেন, ইউক্রেন নিজের স্বাধীনতার সঙ্গে আপস করবে না।'