ছবিটির মূল চিত্রনাট্য তৈরি হয়েছে জেলের কয়েকজন বন্দীদের জীবন নিয়ে। এই বন্দীরা মূলত নিজেদের একঘেয়ে বদ্ধ জীবনে তাঁদের মধ্যে বেঁচে থাকা সঙ্গীতকে জাগিয়ে তুলতে একটি ব্যান্ড তৈরির ভাবনা-চিন্তা করে। আর সেখান থেকেই এগোতে থাকে ছবির চিত্রনাট্য।
সূত্রের খবর এই ছবির জন্যে ফিল্ম সিটিতে লখনউ সেন্ট্রাল জেলের আদলে একটি জেলের মডেলও তৈরি করা হয়েছে। যেহেতু এই ছবির বেশিরভাগ শ্যুটিংই করতে হবে জেলের ভেতর, তাই সেটা বাস্তব দেখানোর জন্যে এই শ্যুটিং সেটটি তৈরি করা হয়েছে। আপাতত জেলের ভেতর হওয়া গ্যাঙ ওয়ারের দৃশ্যের শ্যুটিং হচ্ছে সেখানে।
‘লখনউ সেন্ট্রাল’-এ ফারহান ছাড়া রয়েছেন ডায়না পেন্টি, পঞ্জাবি গায়ক-অভিনেতা গিপ্পি গ্রেওয়াল, ইনামুলহক এবং মানব ভিজ। ছবির পরবর্তী অংশের শ্যুটিং শুরু হবে ১০ জানুয়ারি।