মুম্বই: মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই বেআইনি সাইটে ফাঁস ফারহান আখতার অভিনীত 'তুফান'। আজ অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে এই ছবিটি। কিন্তু মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই একাধিক জাল ওয়েবসাইটে ফাঁস হয়ে যায় গোটা ছবিটির কপি। এর ফলে, সেই সমস্ত জাল সাইট থেকে ভিডিও ডাউনলোড করে নেন অনেক দর্শক।


ছবির গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফারহান আখতার। একজন সমাজবিরোধী গুণ্ডা কীভাবে নিজেকে একজন বক্সারে রূপান্তরিত করবে, সেই গল্পই বলছে 'তুফান'। এই ছবিতে ফারহানের লুক সামনে আসার পরেই উচ্ছসিত ছিলেন দর্শকরা। অপেক্ষা করছিলেন ছবিটির জন্য। Movierulz, Downloadhub, Tamilgun, HDmoviearea, Mp4moviez, Moviezwap সহ আরও অনেকগুলি সাইটে ফাঁস হয়েছে এই ছবিটি। যে কেউ এই সমস্ত সাইট থেকে ছবিটি ডাউনলোড করতে পারবেন। তবে এই ধরনের বেআইনি সাইট থেকে ছবি ডাউনলোড করলে আইনি জালে জড়াতে পারেন দর্শকরা।


'তুফান' ছবিটি পরিচালনা করেছেন রাকেশ ওমপ্রকাশ। ২০১৩ সালে ফারহান আখতারের সঙ্গে প্রথম জুটি বেঁধেছিলেন রাকেশ। ছবিটির নাম ছিল 'ভাগ মিলখা ভাগ'। দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছিল ক্রীড়াসংক্রান্ত এই ছবিটি। মিলখা সিং এর জীবনকে নিয়ে তৈরি হয়েছিল এই বায়োপিক। এরপর 'তুফান' ছবিটিও ক্রীড়াসংক্রান্ত ছবি। সদ্য মুক্তি পাওয়া এই ছবিটি দর্শকদের মনে ধরে কিনা সেই অপেক্ষাতেই টিম 'তুফান'। তবে ছবি জাল সাইটে ফাঁস হওয়া নিয়ে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।


কিছুদিন আগে এই একই সমস্যার মুখে পড়ে সলমন খানের ছবি 'রাধে'-ও। ছবিটির পাইরেসির খবর পেয়ে  নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি কড়া বিবৃতি পোস্ট করেন সলমন। সেখানে লেখা ছিল, 'আমরা রাধে ছবিটি যথেষ্ট স্বল্পমূল্যেই দেখবার ব্যবস্থা করেছি। মাত্র ২৪৯ টাকাটেই রাধে দেখা যাচ্ছে। কিন্তু এমন অনেক জাল সাইট আছে যেখানে রাধে স্ট্রিম করা যাচ্ছে। আমরা ইতিমধ্যেই সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি ও পুলিশ এর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। আপনারা এমন জাল সাইটে রাধে দেখলে আইনের জালে জড়িয়ে পড়বেন। এতে সমস্যা বাড়বে। দয়া করে সঠিক ও আইনতভাবে রাধে দেখুন।' এই বক্তব্য দ্রুত ছড়িয়ে দিতে #রাধেমুভি এবং #২৪৯ এই দুটি টুইটার ট্রেন্ডে সলমন তাঁর কথা তুলে ধরেছিলেন।