মুম্বই: ফরিদা জালাল নাকি মারা গেছেন। সোশ্যাল মিডিয়ায় গতকালের সরগরম করা খবর ছিল এটাই। একটার পর একটা সাইটে আগুনের মত ছড়িয়ে যায় এ খবর। টুইটার-ফেসবুকে শুরু হয়ে যায় ‘শেষ শ্রদ্ধা’র বন্যা। কেউ একজন ফরিদা জালালের উইকিপিডিয়া পেজে তাঁর ‘মৃত্যুর’ খবর আপডেট করেন। যাবতীয় গুজবের শুরু সেখান থেকেই।
৬৮ বছরের প্রতিভাময়ী এই অভিনেত্রীর মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়ায় শোকের বন্যা বয়ে যায়।
কিন্তু পরে জানা যায়, দিব্যি আছেন ফরিদা জালাল। রাত্রে নিজের ঘরেই মনের সুখে ডিনার সেরেছেন তিনি। সব শুনে ফরিদার প্রতিক্রিয়া, পাতা নেহি কিসনে ইয়ে খবর ফয়লায়ি, ম্যায় তো ঘর পর হুঁ অউর খানা খা রহি হুঁ.. এই প্রথম নয় অবশ্য। এর আগেও শশী কপূর ও শক্তি কপূরের ‘মৃত্যুর’ খবর নিয়ে তোলপাড় করে সোশ্যাল মিডিয়া।