কলকাতা: আবারও নারী দিবসে চমক 'উইন্ডোজ প্রোডাকশন হাউস'-এর (Windows Production House)। দুই বছর আগে আন্তর্জাতিক নারী দিবসেই মুক্তি পেয়েছিল 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'। সেখানে মহিলা পুরোহিতের চরিত্রে অভিনয় করেছিলেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। বেশ সফল হয় ছবিটি। আর ২০২২ সালের নারী দিবসেও ফের একবার নারীকেন্দ্রিক ছবি নিয়ে হাজির তারা। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় নিবেদিত এবং অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'ফাটাফাটি'-এর (Fatafati) ঘোষণা করা হল।
'ফাটাফাটি..এক প্লাস সাইজ মডেলের গল্প', (Fatafati) এই ট্যাগলাইনেই নতুন ছবি করার কথা ঘোষণা হয়েছিল আগেই। কথা ছিল ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অপরাজিতা আঢ্য(Aparajita Adhya)। তাঁর বিপরীতে দেখা যাওয়ার কথা ছিল অম্বরীশ ভট্টাচার্য্যকে (Ambarish Bhattacharyya)। এরপর করোনার কোপে প্রায় ২ বছর ছবির কাজ পিছিয়ে যায়। এরপর ৫ জানুয়ারি, এবিপি লাইভই সর্বপ্রথম আপনাদের খবর দেয় 'ফাটাফাটি' ছবিতে অপরাজিতা ও অম্বরীশ, দুই মুখই বদলে যাচ্ছে। অপরাজিতা আঢ্যর বদলে ঋতাভরী চক্রবর্তী ও অম্বরীশ ভট্টাচার্য্যের বদলে আবীর চট্টোপাধ্যায়ের (Abir Chatterjee) নাম জানিয়েছিল এবিপি লাইভই। এরপর আজ, অর্থাৎ ৮ মার্চ সেই খবরেই সিলমোহর পড়ল। 'ফাটাফাটি' ছবিতে অভিনয় করছেন ঋতাভরী চক্রবর্তী ও আবীর চট্টোপাধ্যায়।
এই ছবির হাত ধরে দ্বিতীয়বার জুটি বাঁধছেন দুই অভিনেতা ও প্রযোজনা সংস্থা। ঋতাভরীর সঙ্গে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' এবং আবীরের সঙ্গে 'মনোজদের অদ্ভুত বাড়ি' ছবির পর এই দ্বিতীয়বার উইন্ডোজ জুটি বাঁধছে। ছবির প্রথম লুক টিজার মুক্তি পেয়েছে আজই।
ঋতাভরী চক্রবর্তীর কথায়, 'আমি "ব্রহ্মা জানেন গোপন কম্মটি" ছবি করে প্রচণ্ড গর্ববোধ করি। শুধুমাত্র তার বক্সঅফিস সাফল্যের জন্য নয়, বরং এই ছবিটি সমাজে যে বদল এনেছিল তার জন্য। এই ছবির সঙ্গেও আমি আশা করছি সমাজের প্রত্যেক ঘরে ঘরে একটা বার্তা পৌঁছে দিতে পারব। আমি যে টিমের সঙ্গে কাজ করছি তাঁদের ওপর আমার পূর্ণ ভরসা আছে তাছাড়া আমি ওঁদের সঙ্গে ফের কাজ করতে পেরে খুবই খুশি।'
আবীর চট্টোপাধ্যায়ের কথায়, 'আমি সবসময়েই উইন্ডোজের সঙ্গে কাজ করতে চাই এবং এই ছবির অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত। সিনেমা একটি জরুরি মাধ্যম এবং আমরা অভিনেতা হিসেবে সিনেমার মাধ্যমে আমরা কিছু কথা জানাতে চাই, একইসঙ্গে তাঁদের আনন্দও দিতে চাই। "ফাটাফাটি" ছবিতে দুইই মিলবে।'
'ফাটাফাটি' ছবিটি এক প্লাস সাইজ মডেলকে ঘিরে এবং বডি-শেমিংয়ের মতো জরুরি সমস্যার কথা তুলে ধরবে। জিনিয়া সেনের গল্প ও স্ক্রিনপ্লে এবং সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, 'উইন্ডোজ সবসময় চেষ্টা করে এমন অরিজিন্যাল কনটেন্ট তৈরি করতে যার বিশেষ মানে আছে। তেমনই একটি ছবি দর্শকদের কাছে আনতে পারায় আমরা খুশি। এই ছবি জরুরি ও মনোরঞ্জক।'
'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' এবং 'বাবা, বেবি ও...' ছবির পর 'ফাটাফাটি' নিয়ে আসছেন পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। তিনি বলেন, 'ঋতাভরীর সঙ্গে আগেও কাজ করেছি, ও খুব শক্তিশালী অভিনেত্রী। আবারও একসঙ্গে কাজ করতে চেয়েছিলাম। আবীর তো সব চরিত্রেই অসামান্য। তবে এই ছবিতে তাঁকে একেবারে অন্য চরিত্রে দেখা যাবে। নতুন সফর শুরু করতে পেরে আমরা আনন্দিত।'
'ফাটাফাটি' ছবির শ্যুটিং শুরু হবে এপ্রিলের মাঝে। আগামী বছর শুরুর দিকে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।