কলকাতা: ২০২২ সালে দাঁড়িয়ে অনেক কিছুই এলোমেলো। জীবনে অনেক জিনিস নিয়েই আমরা খুশি নই। কখনও নিজেরা স্বার্থপর হয়ে যাই তো, কখনও আমাদের দুঃখের পিছনে থাকে বড় কোনও কারণ। এই সমস্ত বিষয়ের কারণ ও সেই নিয়ে সচেতনতা ছড়ানোর অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সিনেমা।
এই সমস্ত তথ্য, কারণ, ইত্যাদি মাথায় রেখেই নিজের প্রথম ফিচার ছবি নিয়ে আসছেন নতুন পরিচালক শিব রাম শর্মা (Shib Ram Sharma)। ছবির নাম 'সুনেত্রা সুন্দরম' (Sunetra Sundaram)। ছবিটি মূলত আবর্তিত হবে এক মহিলা স্কলারকে নিয়ে। স্কলার হলেও তাঁর শরীর সবসময় তাঁকে আনন্দ দেয় না। কিডনির অসুখে (Kidney Problem) ভোগেন তিনি। ফলে নিজের প্রস্রাবের ওপর তাঁর কোনও নিয়ন্ত্রণ নেই। চাইলেও চাপতে পারেন না। শুনতে কেমন যেন লাগলেও, এটা সত্যিই বড় একটা সমস্যা আমাদের সমাজে। স্বাধীনতার এত বছর পরেও আমাদের সব জায়গায় সব প্রয়োজনীয় জিনিস থাকে না। অনেক এমন স্থান রয়েছে যেখানে প্রয়োজন তবুও কোনও শৌচালয় থাকে না। বা থাকলেও বেশিরভাগ সময়েই সেটা ব্যবহারের যোগ্য থাকে না।
ছবিতে 'সুনেত্রা' চরিত্রে অভিনয় করবেন পার্নো মিত্র (Parno Mittra)। ছবিতে তিনিই কিডনি সমস্যায় জর্জরিত। প্রস্রাবের সমস্যার সম্মুখীন হতে হতে সুনেত্রা সিদ্ধান্ত নেয় যে মানুষের মধ্যে সে সচেতনতা গড়ে তুলবে। এই বিষয়ে নিজের কণ্ঠ জোরালো করে সে।
পার্নো মিত্রের বিপরীতে দেখা যাবে অভিনেতা সোমরাজ মাইতিকে। অর্থাৎ এই ছবির হাত ধরে টলিউড নতুন জুটি পাবে। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রীলেখা মিত্র, খানোম নাদিয়া, ফরজানা চুমকিকে।
আরও পড়ুন: ABP Exclusive: ট্রেন্ডে নই, এক্সপেরিমেন্টে বিশ্বাস করি আমি: দেবতনু
ছবির এই অন্য ধরনের কনসেপ্ট হঠাৎ করে মাথায় আসা কোনও গল্প নয়। পরিচালক শিব রামের পরিবার এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, তার থেকেই এমন ছবি তৈরির ভাবনা। পরিচালকের কথায়, 'একবার ধর্মতলায় গিয়ে এমনই এক সমস্যার সম্মুখীন হন আমার স্ত্রী। কোথাও কোনও পরিষ্কার, ব্যবহার যোগ্য শৌচালয় খুঁজে না পেয়ে অবশেষে এক অফিসে ঢুকে প্রস্রাব করতে হয় তাঁকে।' তাঁর মতে রাস্তাঘাটে পরিষ্কার শৌচালয় থাকা খুবই সাধারণ প্রয়োজন এবং অক্সিজেনের মতোই জরুরি।
আগামী ২৩ মার্চ থেকে শুরু হবে 'সুনেত্রা সুন্দরম' ছবির শ্যুটিং। চন্দননগর, কলকাতা এবং শহরতলির বিভিন্ন জায়গায় চলবে শ্যুটিং। ছবির গল্প লিখেছেন অর্পিতা রায় চৌধুরী।