নয়াদিল্লি: প্রকাশ ঝা-র ছবি ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’-কে ‘এ’ সার্টিফিকেট দেওয়ার জন্য সিবিএফসি-কে নির্দেশ দিল দ্য ফিল্ম সার্টিফিকেশন অ্যাপিলেট ট্রাইব্যুনাল (এফসিএটি)। কঙ্কনা সেনশর্মা অভিনীত এই ছবি একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেলেও, সিবিএফসি-র সার্টিফিকেট পাচ্ছিল না। সেই কারণেই ট্রাইব্যুনালের দ্বারস্থ হন নির্মাতারা। তাঁদের পক্ষেই রায় গিয়েছে। কয়েকটি দৃশ্য ও সংলাপ বাদ দিয়ে ছবিটিকে সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।


টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পিরিট অফ এশিয়া পুরস্কার পেয়েছে ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’। মুম্বই চলচ্চিত্র উৎসবে লিঙ্গ সমতার ক্ষেত্রে সেরা ছবির জন্য অক্সফ্যাম পুরস্কারও পেয়েছে ছবিটি। তা সত্ত্বেও ছবিটি নিয়ে আপত্তি জানান সিবিএফসি-র কর্তারা। তাঁরা দাবি করেন, ছবিটিতে মহিলাদের খারাপভাবে দেখানো হয়েছে। সমাজের বিশেষ একটি অংশের মহিলাদের দেখানো হয়েছে। এর ফলে তাঁদের ভাবাবেগে আঘাত লাগতে পারে। ছবির পরিচালক অলঙ্কৃত শ্রীবাস্তব ও প্রকাশ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেন। শেষপর্যন্ত তাঁদের দাবিই স্বীকৃতি পেল।

এফসিএটি-র প্রধান দিল্লির প্রাক্তন লোয়াকুক্ত বিচারপতি মনমোহন সারিন তাঁর রায়ে বলেছেন, মহিলা-কেন্দ্রীক একটি ছবিকে সার্টিফিকেট না দিয়ে সিবিএফসি কর্তারা নিজেদের ভুল পথে চালিত করেছেন। একটি মহিলা-কেন্দ্রীক ছবি বা মহিলাদের অন্তরের বাসনা এবং যৌনতা সংক্রান্ত কল্পনার গল্প নিয়ে তৈরি হওয়া ছবির উপর নিষেধাজ্ঞা চাপানো যায় না। ছবিতে যে সংলাপ ও দৃশ্য রয়েছে, সেগুলি গল্পের প্রয়োজনেই আছে। তবে ছবির ক্ষতি না করেই কয়েকটি দৃশ্য ও সংলাপ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। নির্মাতারা সেই নির্দেশ মেনে নিয়েছেন।