মুম্বই: দেশের ক্ষমতার ৫০ শতাংশ দেওয়া উচিত মহিলাদের। তাঁদের আরও বেশি সম্মান ও মর্যাদা দেওয়ার প্রয়োজন রয়েছে। এই মন্তব্য করেছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। গ্লোবাল সিটিজেনের সাংবাদিক বৈঠকে অমিতাভ বলেছেন, জাতি হিসেবে আমরা আমাদের দেশের মহিলাদের জন্য গর্বিত। মহিলাদের সম্পর্কে ভাবনায় আমরা পিছিয়ে রয়েছি। তবে এর দ্রুত পরিবর্তনও হচ্ছে। আমি মনে করি দেশের ক্ষমতার ৫০ শতাংশ থাকা উচিত মহিলাদের এবং তাঁদের যথোপযুক্ত সম্মান ও মর্যাদা দেওয়ার প্রয়োজন। সামাজিক কার্যকলাপের মঞ্চ গ্লোবাল সিটিজেন এবং গ্লোবাল এডুকেশন অ্যান্ড লিডারশিপ ফাউন্ডেশন (জিইএলএফ) এদিন গ্লোবাল সিটিজেন ইন্ডিয়া প্ল্যাটফর্মের সূচনা করল। দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্য পূরণ এবং দারিদ্র দূরীকরণে সহায়তা করাই এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য।

অমিতাভ বলেছেন, সমাজের জন্য কাজের ক্ষেত্রে ব্যক্তিগত যোগদান জরুরি। এই কাজের প্রত্যেক ব্যক্তির নিজের সেরাটা দেওয়া উচিত। আমার বলতে কোনও লজ্জা নেই যে, আমি টিউবারকিউলোসিসের রোগী। অন্যদের অনুপ্রাণিত করতে আমি আমার উদাহরণ দিই।