কলকাতা: প্রয়াত চলচ্চিত্র পরিচালক গৌতম হালদার ( Film director Goutam Haldar )। পরিবার সূত্রে খবর, এদিন সকালে অসুস্থ বোধ করায়, হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। যাওয়ার পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি।
গৌতম হালদার পরিচালিত ছবির হাত ধরেই ইন্ডাস্ট্রিতে পা বিদ্যার
গৌতম হালদার পরিচালিত ছবি 'ভাল থেকো'-তে অভিনয় করেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন বিদ্যা বালন। তাঁর সেই ছবি জাতীয় পুরস্কারও জিতেছিল। মূলত গৌতম হালদার সল্টলেক এইচবি ব্লকের বাসিন্দা। আর এবারে তাঁদের দুর্গাপুজোয় পুজা কমিটির একটি উদ্বোধনী অনুষ্ঠানে, বিদ্যা বালনের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। তখনও বোধহয় কেউ জানতো না, এই বছরের দুর্গা পুজোতেই তাঁদের শেষবার দেখা হতে চলেছে।
রাখি গুলজারকে নিয়ে ২০১৯ সালে 'নির্বাণ' নামে ছবি পরিচালনা
রাখি গুলজারকে নিয়ে ২০১৯ সালে 'নির্বাণ' নামে একটি ছবি পরিচালনা করেছিলেন গৌতম হালদার। রক্তকরবীর শতবর্ষে নাটকটি ফের মঞ্চে উপস্থাপিত করেন গৌতম হালদার। শম্ভু মিত্রের শেষ মঞ্চ উপস্থাপনা 'দিনান্তের প্রণাম'-এও অংশ নেন গৌতম হালদার। 'কাছের মানুষ' বলে একটি নাটকের নির্দেশনাও দেন গৌতম হালদার। হীরু গঙ্গোপাধ্যায়, আমজাদ আলি খানকে নিয়ে তথ্যচিত্রও পরিচালনা করেছেন তিনি।
'গৌতমদার কাছে আমি নন্দিনী..', কী বললেন চৈতী ঘোষাল ?
গৌতম হালদারের মৃত্যুতে ইতিমধ্য়েই শোকের ছায়া শহর কলকাতায়। এদিন অভিনেত্রী চৈতী ঘোষাল সোশ্যাল সাইটে লিখেছেন, 'নীলকান্ত পাখির পালক পরিয়ে দিলাম তোমার মাথায়,..ভাল থেকো।' পাশাপাশি তিনি এবিপিকে সাক্ষাৎকারে বলেছেন, 'গত ১৫ বছরে নন্দিনীর জার্নি এবং এত অসংখ্য শো গৌতমদার সঙ্গে, গৌতমদা যেভাবে প্রযোজনা এবং পরিমার্জনা করেছেন, যেভাবে এডিট করে একটা জায়গায় নিয়ে গিয়েছেন, আজকের দিনের রক্তকরবীর মত করে উপস্থাপনা করেছেন, যদি আজকের দিনে নন্দিনী হয়, জীবনটাই নাটক নিয়ে। ছবিও করেছেন। আমি গৌতমদার শেষ পরিচালিত ছবি রাখি গুলজারের সঙ্গে নির্বাণ ওটাও করেছি। তিনি আরও বলেন, গৌতমদার কাছে আমি নন্দিনী। আর এই যে এতবছর ধরে করার যে সাহসটা সেটা গৌতমদা জুগিয়েছেন।'
আরও পড়ুন, 'আমি নির্দোষ, মমতা সব জানেন..', CGO থেকে বেরিয়েই দাবি জ্যোতিপ্রিয়র
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)