কলকাতা: ইতিমধ্যেই দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty), আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও স্বস্তিকা দত্ত (Swastika Dutta) অভিনীত 'ফাটাফাটি' (Fatafati)। সম্প্রতি, প্রযোজনা সংস্থার তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে একটি ভিডিও। সেখানে আবির থেকে শুরু করে অরিজিতা, সংঘশ্রী, দেবশ্রী, স্বস্তিকা ও পরিচালক অরিত্র... সবাই ভাগ করে নিয়েছেন শ্যুটিংয়ের অভিজ্ঞতা। 


বোলপুরে ছবির দৃশ্যের ৪ দিন মতো শ্যুটিং ছিল। তীব্র গরমে সেসময় কার্যত পুড়ছে বোলপুর। তাপমাত্র ছুঁয়েছে ৪৫ ডিগ্রি। অথচ মনে হচ্ছে, তাপমাত্রা প্রায় ৫৫ ডিগ্রি। অরিজিতা বলছেন, 'বাসস্ট্যান্ডে শ্যুটিং হচ্ছে.. কিছুক্ষণ বাদে দেখছি অরিত্রদা আর কাট বলছে না.. অন্য কিছু বলছে। আমরা বুঝে নিচ্ছিলাম।' এই বাসস্ট্যান্ডেই সংঘশ্রীর একটা সাইকেল চালিয়ে আসার দৃশ্য ছিল। অভিনেত্রী বলছেন, 'সেদিন সকাল থেকেই আমার ভীষণ শরীর খারাপ। চোখ যেন খুলছে না। সেই নিয়েই রোদে সাইকেল চালিয়ে শট দিলাম। বাসে ওঠার সময় অরিজিতা যখন হাতটা বাড়িয়ে দিল, সত্যি সত্যিই আঁকড়ে ধরেছিলাম, ওটা অভিনয় ছিল না। বাসে উঠে আর কিছু মনে নেই। চোখে অন্ধকার দেখে অজ্ঞান হয়ে যাই।' 


স্বস্তিকা বলছেন, 'বাস খারাপ হয়ে যাওয়ার সিক্যুয়েন্সটের শ্যুটিংটাও হয়েছিল বোলপুরে। একটা গোটা দিন হাতকাটা পোশাক পরে রোদে দাঁড়িয়ে শ্যুটিং করছি, একবারও অন্য কিছু মনে হয়নি। মনে হচ্ছিল, ট্যান পড়লে পরুক পরে দেখে নেব।' শ্যুটিং করতে গিয়ে অবশ্য একটু বৃষ্টি পেয়েছিলেন আবির। তার দাপট এতটাই যে বেশ কয়েক ঘণ্টার জন্য শ্যুটিং বন্ধ রাখতে হয়েছিল। তবে সেই বৃষ্টিতে গরম তো কমেইনি, উল্টে বেড়ে গিয়েছিল। সব মিলিয়ে প্রবল গরমে শ্যুটিং হলেও গোটাটা শেষমেষ মিটেছিল মজা করেই।


 






 


ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-কে এই ছবির মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল। ১২ মে কলকাতায় মুক্তি পেয়েছে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) অভিনীত ছবি 'ফাটাফাটি'। প্লাস সাইজ (Plus Size) মডেল, ফ্যাশন ইনফ্লুয়েন্সার (Fashion Influencer) ফুল্লরার লড়াইয়ের গল্প বেশ ভালবাসছেন কলকাতার দর্শক।দ্বিতীয় মাসেও এই ছবির দৌড় জারি রয়েছে। এখনও মানুষ দেখতে আসছেন ভালবাসার এই ছবি। ২৬ মে, শুক্রবার প্যান ইন্ডিয়া মুক্তি পেয়েছে। মুম্বই,  দিল্লি,  বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ, পুণে ও গুয়াহাটিতে মুক্তি পেয়েছে এই ছবি। ইতিমধ্যেই বিদেশে এই ছবির স্ক্রিনিং সম্পন্ন হয়েছে


 


আরও পড়ুন: International Yoga Day: সুস্থ থাকবে হৃদযন্ত্র, রুখবে ক্যানসার-ঝুঁকি! যোগের উপকার বোঝালেন ডাক্তাররা


আরও পড়ুন: Business Trip: কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি