ছবিতে অজয় নিজে শিবাজির সেনাপতি তানাজি মালুসারের ভূমিকায়। কাজল করবেন তাঁর স্ত্রী সাবিত্রীবাঈয়ের চরিত্র। তাঁরা ছাড়া ছবিতে রয়েছেন সেফ আলি খান ও শরদ কেলকর। ১০ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। ফের বড় পর্দায় কাজল, দেখুন তানাজি ছবিতে ফার্স্ট লুক
ABP Ananda, Web Desk | 18 Nov 2019 11:01 AM (IST)
কাজলকে দেখা যাচ্ছে সম্পূর্ণ মরাঠি সাজে। মাথায় তিলক, নাকে মরাঠি নথ। অজয় লিখেছেন, সাবিত্রীবাঈ মালুসারে, তানাজির সাহস ও শক্তির উৎস।
মুম্বই: তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র ছবিতে ফের বড় পর্দায় এক সঙ্গে দেখা যাবে অজয় দেবগণ ও কাজলকে। নির্মাতারা ছবির চরিত্রদের একে একে পরিচয় করাচ্ছেন দর্শকদের সঙ্গে। আজ অজয় দেবগণ প্রকাশ করলেন কাজলের ফার্স্ট লুক। কাজলকে দেখা যাচ্ছে সম্পূর্ণ মরাঠি সাজে। মাথায় তিলক, নাকে মরাঠি নথ। অজয় লিখেছেন, সাবিত্রীবাঈ মালুসারে, তানাজির সাহস ও শক্তির উৎস।