লন্ডন : প্রয়াত জেমস বন্ড খ্যাত অভিনেতা শন কনারি। বয়স হয়েছিল ৯০। বন্ড সিরিজে ডক্টর নো-তে থেকে শুরু। ২১ বছরে ৭টি জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

কালো কোর্ট-প্যান্ট চাপানো ছিপছিপে সুঠাম চেহারা। দৃঢ় চাউনি। আর পর্দা কাঁপানো 'দ্য নেম ইজ বন্ড, জেমস বন্ড' ডায়লগে সিক্রেট এজেন্ট অবয়ব পেয়েছিল শনের হাত ধরে। এডিনবার্গের বস্তিতে কফিন পরিষ্কার করা থেকে শুরু করে বাড়ি বাড়ি দুধ পৌঁছে দেওয়া, লাইফগার্ডের কাজ করার পর রুপোলি পর্দা শাসন, শনের ব্যক্তিগত জীবনের উত্থানের গল্পও যেন চলচ্চিত্রেরই চিত্রনাট্য। পিপলস ম্যাগাজিন ১৯৮৯ সালে তাঁকে তকমা দেয় সেক্সিয়েস্ট ম্যান-এর।

দ্য আনটাচেবলের অভিনয়ের জন্য পেয়েছেন অস্কার। ১৯৬২ থেকে ১৯৮৩। রাশিয়া উইথ লাভ, গোল্ডফিঙ্গার, থান্ডারবল, ইউ ওনলি লিভ টোয়াইস ও ডায়মন্ড আর ফরেভার সিনেমাতেও বন্ডের চরিত্রে অভিনয় করেছিলেন শন। জেমস বন্ড চরিত্র ছাড়াও শন কনারি অভিনয় করেছেন মার্ডার অন ওরিয়েন্ট এক্সপ্রেস, দ্য হান্ট ফর রেড অক্টোবর, দ্য রক-র মতো অজস্র সিনেমায়।