ছবিটি নায়িকার পিছন দিক থেকে তোলা। দেখা যাচ্ছে, তাঁর ঘাড়ে নীল ব্যান্ডেজ। পরিণীতি লিখেছেন, "আমি ও সাইনা, দুজনেই খুব সাবধান ছিলাম, যাতে আমার কোনও চোট না লাগে। কিন্তু দুর্ঘটনা ঘটেই গেল।আবার খেলা শুরুর আগে যতটা সম্ভব বিশ্রাম নেব।"
স্বাভাবিকভাবেই নায়িকার পোস্টের কমেন্ট বক্সে সকলে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। এই প্রথম কোনো বায়োপিকে কাজ করছেন তিনি।
প্রথমে সাইনার বায়োপিকে প্রথম কাজ করার কথা ছিল অভিনেত্রী শ্রদ্ধা কপূরের। কিন্তু তারপর তাঁর জায়গায় বেছে নেওয়া হয় পরিণীতিকে। তারপর থেকেই ব্যাডমিন্টন নিয়ে ভীষণ সিরিয়স হয়ে উঠেছেন তিনি।