যশ রাজ ফিল্মসের ‘পানি’ বাতিল হতেই অবসাদে ভুগতে শুরু করেছিল সুশান্ত, জানালেন শেখর কপূর

‘পানি’ সিনেমায় গোরা-র চরিত্রে অভিনয় করার কথা ছিল সুশান্তের।

Continues below advertisement
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর প্রায় এক মাস পার। তবে আত্মহত্যা, নাকি আত্মহননে বাধ্য করা হয়েছিল সুশান্তকে, তা নিয়ে ধন্দে পুলিশ। চলছে তদন্ত। প্রায় ৩০ জনকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। এবার মুম্বই পুলিশের তদন্তকারীদের প্রশ্নোত্তর পর্বে হাজির পরিচালক শেখর কপূর। ২৯ জুন ডাকা হয়েছিল শেখরকে। তবে মুম্বইয়ে না থাকায় সশরীরে হাজির হতে পারেননি। তিনি ই-মেল মারফত নিজের বয়ান পাঠিয়েছেন পুলিশকে। সেখানে তিনি জানিয়েছেন, যশ রাজ ফিল্মসের প্রযোজনার এবং তাঁর পরিচালনায় ‘পানি’ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল সুশান্তের। কিন্তু প্রযোজনা সংস্থার সঙ্গে সুশান্তের মতানৈক্যের জেরে সিনেমাটি বন্ধ হয়ে যায়। তারপরই অবসাদে ভুগতে শুরু করেছিলেন সুশান্ত। ‘পানি’ সিনেমায় গোরা-র চরিত্রে অভিনয় করার কথা ছিল সুশান্তের। অভিনেতার মৃত্যুর পরের দিন ট্যুইটারে শেখর লেখেন, ‘জানি কী যন্ত্রণার মধ্যে দিয়ে তুমি যাচ্ছিলে। আমি সেই সব লোকজনদের জানি যারা তোমাকে খুব বাজেভাবে হতাশ করেছে। এতটাই যে, তুমি আমার কাঁধে মাথা রেখে কাঁদতে চেয়েছিলে। গত ছ মাস তোমার পাশে থাকতে পারলে কী ভাল যে হতো। তুমিও যদি আমার সঙ্গে একবার যোগাযোগ করতে। ওদের কর্মের ফল তোমাকে ভোগ করতে হল। তোমার নিজের কর্মফল নয়।’
Continues below advertisement
Sponsored Links by Taboola