Vikram Bhatt: আর্থিক প্রতারণার অভিযোগ গ্রেফতার জনপ্রিয় ভারতীয় পরিচালক। উদয়পুর পুলিশ গ্রেফতার করেছে পরিচালক বিক্রম ভাটকে। মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে বলিউডের এই পরিচালককে। ৩০ কোটি টাকার প্রতারণার মামলা রুজু হয়েছে বিক্রমের বিরুদ্ধে। রাজস্থান পুলিশ ও মুম্বই পুলিশের যৌথ অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে বিটাউনের পরিচালক বিক্রম ভাটকে। পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু হয়েছিল রাজস্থানে। মুম্বইতে পরিচালকের এক আত্মীয়ের বাড়ি রয়েছে ইয়ারি রোড এলাকায়। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে। 

Continues below advertisement

বিক্রম ভাটের স্ত্রী শ্বেতাম্বরীর বিরুদ্ধেও উঠেছে আর্থিক প্রতারণার অভিযোগ। আরও ৬ জনের বিরুদ্ধে রয়েছে অভিযোগ। উদয়পুরের ডাক্তার অজয় মুরদিয়ার সঙ্গে হয়েছে এই আর্থিক প্রতারণা। ইন্দিরা গ্রুপ অফ কোম্পানির প্রতিষ্ঠাতা এই ব্যক্তির। তাঁর সঙ্গেই ৩০ কোটির জালিয়াতি হয়েছে। আর সেই জালিয়াতির অভিযোগই উঠেছে বলিউড পরিচালক বিক্রম ভাট, তাঁর স্ত্রী এবং আরও ৬ জনের বিরুদ্ধে। সূত্রের খবর, বিক্রমের স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে। আর্থিক প্রতারণা মামলায় বলিউডের পরিচিত ছবি নির্মাতা এবং তাঁর স্ত্রী'র গ্রেফতার হওয়ার ঘটনায় স্বভাবতই হতবাক সিনে দুনিয়া। 

মুম্বই পুলিশ সূত্রে খবর, উদয়পুর পুলিশের তরফে গ্রেফতার হওয়া অভিযুক্তদের ট্রানজিট রিমান্ডে রাজস্থানে নিয়ে যাওয়ার আবেদন জানানো হয়েছে বান্দ্রা আদালতে। এর আগেও এই আর্থিক প্রতারণা মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছিল বলে খবর। রবিবারই উদয়পুর পুলিশের একটি দল পরিচালক বিক্রম ভাট এবং তাঁর স্ত্রী শ্বেতাম্বরীকে গ্রেফতার করেছে মুম্বই থেকে। পুলিশ সূত্রে খবর, যে ডাক্তারের সঙ্গে জালিয়াতি হয়েছে সেই অজয় মুরদিয়া ইন্দিরা আইভিএফ হাসপাতালের মালিক। তিনি তাঁর প্রয়াত স্ত্রী'র উপর একটি বায়োপিক বানাতে চেয়েছিলেন। অজয়ের অভিযোগ, তাঁকে ২০০ কোটি টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু কোনও কিছুই বাস্তবায়িত হয়নি। এরপরই অজয় উদয়পুরের ভোপালপুরা থানার দ্বারস্থ হন। একটি এফআইআর দায়ের করেন প্রতারণা এবং অন্যান্য অভিযোগের ভিত্তিতে। 

Continues below advertisement