Motorola Phones: মোটোরোলা 'এজ' সিরিজের ফোন ক্রমশ জনপ্রিয় হচ্ছে ভারতে। এবার আসছে মোটোরোলা এজ ৭০ ফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে, লঞ্চের পর এই ফোন অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। তিনটি রঙে ভারতে লঞ্চ হতে চলেছে মোটোরোলা এজ ৭০ ফোন। এখানে থাকতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। গ্লোবাল ভ্যারিয়েন্টের মতোই মোটোরোলা এজ ৭০ ফোনের ভারতীয় মডেলও ৫.৯৯ মিলিমিটার পুরু হতে পারে বলে জানা গিয়েছে। 

Continues below advertisement

মোটোরোলা এজ ৭০ ফোন দুটো র‍্যাম এবং স্টোরেজ কনগিফারেশনের লঞ্চ হতে পারে ভারতে। এই ফোনে থাকতে পারে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ সিরিজের চিপসেট থাকতে চলেছে। ইউজাররা মোটোরোলার এই ফোনে পাবেন ৪৮০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। মেটাল ফ্রেমের ডিজাইন থাকবে মোটোরোলা এজ ৭০ ফোনে, যা দেখা গিয়েছে টিজারে। এছাড়াও এই ফোনের ব্যাক প্যানেলে থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এই ফোনের ডিজাইন সম্পর্কে বেশ কিছু আভাস পাওয়া গিয়েছে। 

ফোনের ডানদিকের সাইডের অংশে থাকতে চলেছে পাওয়ার বাটন এবং ভলিউম কন্ট্রোল। আর বাঁদিকে থাকতে চলেছে আরও একটি বাটন, যার কাজ সম্পর্কে আভাস পাওয়া যায়নি। 

Continues below advertisement

মোটো জি৫৭ পাওয়ার ৫জি ফোন, দাম ১৫ হাজারের মধ্যেই 

ভারতে লঞ্চ হয়েছে মোটো জি৫৭ পাওয়ার ৫জি ফোন। মোটোরোলা 'জি' সিরিজের এই ৫জি ফোনে রয়েছে শক্তিশালী ৭০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। আর তার সঙ্গে ইউজাররা পাবেন ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। মোটোরোলার এই ফোন পরিচালিত হবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেন ৪ চিপসেটের সাহায্যে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। মোটো জি৫৭ ৫জি ফোনে ৬.৭২ ইঞ্চির এলসিডি প্যানেল রয়েছে। অনলাইনে এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। 

একটিই ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে এই ফোনের। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত। এই মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। লঞ্চের পর অফারে এই ফোন কেনা যাবে ১২,৯৯৯ টাকা। ব্যাঙ্ক অফার এবং স্পেশ্যাল লঞ্চ ডিসকাউন্ট যুক্ত হয়ে ফোনের দাম ২০০০ টাকা কমেছে। আগামী ৩ ডিসেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। ফ্লিপকার্টের পাশাপাশি মোটোরোলা ইন্ডিয়া অনলাইন স্টোর থেকেও কেনা যাবে মোটো জি৫৭ পাওয়ার ৫জি ফোন।