নয়াদিল্লি: শুরু হচ্ছে ২০২৪ সালের তৃতীয় মাস। ১ মার্চ ওটিটি প্ল্যাটফর্মে (OTT Releases) মুক্তি পাবে একগুচ্ছ ফিল্ম ও সিরিজ। তার মধ্যে রয়েছে কোর্টরুম কমেডি (Courtroom Comedy) থেকে শুরু করে রাজনৈতিক ড্রামা (Political Drama), ক্রাইম কমেডি (Crime Comdey) ও ট্র্যাভেল ফুড তথ্যচিত্র (Travel Food Documentary)। রইল তার মধ্যে উল্লেখযোগ্য ৫টির তালিকা। 


'মামলা লিগাল হ্যায়' (Maamla Legal Hai)


রবি কিশন অভিনীত কোর্টরুম কমেডি ঘরানার 'মামলা লিগাল হ্যায়' একটি হালকা মেজাজের সিরিজ যার মধ্যে মিলবে কৌতুক, আবেগ ও আইনের মিশেল। পটপরগঞ্জ জেলা আদালতের কাল্পনিক প্রেক্ষাপটে তৈরি, ৮ পর্বের এই সিরিজ আইনের পরাবাস্তব জগত তার উদ্ভট আইনজীবীদের দৃষ্টিতে, উদ্ভট মামলা এবং অদ্ভুত ক্লায়েন্টদের প্রতিনিধিত্ব করে। আইনের দুনিয়াকে একটি টাটকা দৃষ্টিকোণ থেকে সামনে আনবে এই সিরিজ। সিরিজে দেখা যাবে যশপাল শর্মা, নিধি বিশত, অনন্ত ভি যোশী, নাইলা গ্রেবাল, অঞ্জুম বাত্রা ও বিজয় রাজোরিয়াকে। রাহুল পাণ্ডে এই সিরিজের পরিচালক। ১ মার্চ থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এটি। 


'সানফ্লাওয়ার ২' (Sunflower 2)


ক্রাইম কমেডি ঘরানার সুনীল গ্রোভার অভিনীত এই সিরিজের দ্বিতীয় সিজন আসছে। মুম্বইয়ে সানফ্লাওয়ার নামক এক মধ্যবিত্ত হাউজিং সোসাইটির অন্দরের গল্প তুলে ধরবে এই সিরিজ। সৌজন্যে নজরকাড়া রঙিন চরিত্রগুলি। নিজের কৌতুকপূর্ণ, উৎসুক সোনু সিংহের চরিত্রে ফিরবেন সুনীল। ফের তাঁর হাত ধরে আসবে রহস্য। রোজি মেহতার চরিত্রে আদাহ্ শর্মাকে। এই সিরিজে অভিনয় করেছেন আশিস বিদ্যার্থীও। এছাড়া অভিনয়ে রয়েছেন, রণবীর শোরে, গিরিশ কুলকর্নি, মুকুল চাড্ডা। ১ মার্চ থেকে এই দ্বিতীয় সিজন দেখা যাবে জি ফাইভে। 


'মহারানি ৩' (Maharani 3)


বিহারের রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে হুমা কুরেশি অভিনীত 'মহারানি'র তৃতীয় সিজন আসতে চলেছে। এই সিরিজে হুমাকে দেখা যায় বিহারের মুখ্যমন্ত্রী ভীম ভারতী (অভিনয়ে সোহম শাহ্)-র স্ত্রী রানির চরিত্রে। ১৯৯০-এ বিহার একের পর এক ঘটে যাওয়া একাধিক ঘটনা থেকে আংশিকভাবে অনুপ্রাণিত এই সিরিজ, যে সময় লালুপ্রসাদ যাদবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয় পশুখাদ্য কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়ার পর। তাঁর উত্তরসূরি হিসেবে স্ত্রী রাবরী দেবীর নাম ঘোষণা করেন তিনি। এই সিরিজে অভিনয় করেছেন অমিচ সিয়াল, বিনীত কুমার, প্রমোদ পাঠক, কানি কুস্রুতি, অনুজা সাথে, সুশীল পাণ্ডে, দিব্যেন্দু ভট্টাচার্য প্রমুখ। সোনি লিভে 'মহারানি ৩' মুক্তি পাবে ৭ মার্চ। 


'সামবডি ফিড ফিল' সিজন ৭ (Somebody Feed Phil season 7)


মার্কিনি ট্র্যাভেল তথ্যচিত্রের সিরিজ এটি যার উপস্থাপনা করেন ফিলিপ রোসেন্থল। এই শো ফিলের মুম্বই, ওয়াশিংটন ডিসি, কিওটো, আইসল্যান্ড, দুবাই, অরল্যান্ডো, তাইপেই ও স্কটল্যান্ডে ঘোরা ও প্রত্যেক শহরের নিজস্ব খাবার চেখে দেখার গল্প তুলে ধরে। ৮ পর্বের এই তথ্যচিত্র দেখা যাবে নেটফ্লিক্সে ১ মার্চ থেকে। 


আরও পড়ুন: 'Laapataa Ladies' Review: হতে পারেন আবেগঘন, কিরণ রাওয়ের 'লাপতা লেডিজ' মন জয় করবে


'স্পেসম্যান' (Spaceman)


কল্পবিজ্ঞান ঘরানার ড্রামা 'স্পেসম্যান' পরিচালনা করেছেন জোহান রেঙ্ক। জাকুবের চরিত্রে অভিনয় করেছেন অ্যাডাম স্যান্ডলার। এই সিনেমাটি সৌরজগতের প্রান্তে একটি মিশনে পাঠানো একজন মহাকাশচারীকে কেন্দ্র করে তৈরি। লেঙ্কার চরিত্রে ক্যারে মালিগন, কুণাল নাইয়ার, ইসাবেলা রোসিলিনি, পল ডানোকে দেখা যাবে মুখ্য চরিত্রে। এটিও দেখা যাবে নেটফ্লিক্সে ১ মার্চ থেকে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।