মুম্বই: ছেলে রণবীর কপূর বলিউডের বর্তমান হার্টথ্রব। বিভিন্ন সময় রণবীরের নাম জড়িয়েছে বলিউডের একাধিক অভিনেত্রীর সঙ্গে। প্রথমে শোনা যেত সোনাম কপূরের সঙ্গে মিষ্টি-মধুর সম্পর্ক রয়েছে রণবীরের। তারপর সামনে এল নার্গিস ফকরির নাম। যদিও এইসমস্ত সম্পর্ক খুব বেশি দূর যায়নি। তবে দীপিকা পাড়ুকোন বা ক্যাটরিনা কাইফের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে থেকেছেন রণবীর। ক্যাটের সঙ্গে যখন তাঁর বিয়ে হবে বলে সকলেই নিশ্চিত, সেসময়ই সামনে এল তাঁদের সম্পর্কের ভাঙনের কথা।
রণবীরের সম্পর্ক ও তার ভাঙন নিয়ে কখনওই মুখ খোলেননি বাবা ঋষি কপূর বা মা নীতু কপূর। কিন্তু ক্যাটের সঙ্গে সম্পর্ক ভাঙনের পাঁচ মাস পর অবশেষে সংবাদমাধ্যমের সামনে প্রথম মুখ খুললেন সোজাসাপটা কথা বলতে অভ্যস্থ বাবা ঋষি কপূর।
বাবা ঋষি কপূর ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, অতীতে রণবীরের যে দুজন অভিনেত্রীদের সঙ্গে সম্পর্ক ছিল সেবিষয় আমরা জানি। তবে আমরা এইমুহূর্তে ছেলের জন্যে একটা মিষ্টি বউ চাই। তবে ছেলে কাকে বউ, কাকেই বা বান্ধবী আর কাকে সহ-অভিনেত্রীর মতো দেখতে চান, সেটা তাঁর একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। সেবিষয় বাবা-মা হিসেবে ঋষি বা নীতু কোনও কিছুই ছেলের ওপর চাপিয়ে দেবেন না বলে জানিয়েছেন। শুধু ছেলের জন্য বউই তাঁদের এইমুহূর্তের একমাত্র চাহিদা।
ছেলের একাধিক সম্পর্ক ও ভাঙন নিয়ে প্রথম প্রকাশ্যে মুখ খুললেন বাবা ঋষি কপূর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 May 2016 02:08 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -