Varun-Natasha Wedding: বান্ধবী নাতাশা দালালকে বিয়ে করলেন বরুণ ধবন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Jan 2021 10:11 PM (IST)
Varun and Natasha tied the knot according to Hindu customs and rituals reportedly at Alibaug’s ‘The Mansion House’. | আজ মহারাষ্ট্রের আলিবাগে একটি বিচ রিসর্টে বরুণ ও নাতাশার বিয়ে হল।
মুম্বই: ছোটবেলার বান্ধবী নাতাশা দালালের সঙ্গে বিয়ে হয়ে গেল বলিউড তারকা বরুণ ধবনের। আজ মহারাষ্ট্রের আলিবাগে একটি বিচ রিসর্টে তাঁদের বিয়ে হল। দুই পরিবারের আত্মীয় এবং বরুণ ও নাতাশার ঘনিষ্ঠ বন্ধুরা এই বিয়ের আসরে হাজির ছিলেন। কর্ণ জোহর, মণীশ মালহোত্র, কুণাল কোহলির মতো কয়েকজন বলিউড নক্ষত্রও এই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন। হিন্দু রীতি মেনেই বিয়ে হয়েছে বরুণ ও নাতাশার। এবার তাঁরা মধুচন্দ্রিমায় তুরস্কে যাবেন। কর্ণ জোহরের ছবি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এ প্রথমবার বড়পর্দায় দেখা গিয়েছিল বরুণকে। কর্ণর সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভাল। সেই কারণেই বিয়ের অনুষ্ঠানে হাজির হন কর্ণ। অন্যদিকে, বরুণ ও নাতাশার বিয়ের পোশাক ডিজাইন করেছেন মণীশ। সেই কারণে তিনিও এই বিয়ের অনুষ্ঠানে ছিলেন। বরুণের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানে বেশ কয়েকটি হিন্দি ও পঞ্জাবি গান বাজানো হয়। তার মধ্যে সলমন খানের ছবি ‘মুঝসে শাদি করোগি’-র টাইটেল ট্র্যাকও ছিল। বরুণ ও নাতাশার পরিবারের লোকজন বিয়ের প্রস্তুতির জন্য শুক্রবারই আলিবাগের রিসর্টে পৌঁছে যান। প্রথমে হয় ‘হলদি’ ও ‘মেহেন্দি’ অনুষ্ঠান। এরপর গতকাল সেখানে পৌঁছন বরুণ। গতকাল হয় ‘সঙ্গীত’ অনুষ্ঠান। এরপর আজ হল বিয়ে। কিছুদিন আগে একটি চ্যাট শোয়ে করিনা কপূরের সঙ্গে কথোপকথনের সময় নাতাশার সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে খোলামেলাভাবে নানা কথা জানান বরুণ। তিনি বলেন, ‘আমি যখন ক্লাস সিক্সে পড়তাম, তখন প্রথম নাতাশাকে দেখি। আমাদের সম্পর্ক অবশ্য অনেক পড়ে শুরু হয়। আমরা ক্লাস ইলেভেন পর্যন্ত শুধু বন্ধুই ছিলাম। তবে ওকে প্রথমদিন দেখার কথা এখনও মনে আছে। আমরা তখন বাস্কেটবল কোর্টে ছিলাম। মধ্যাহ্নভোজের বিরতির সময় আমাদের খাবার খেতে দেওয়া হত। নাতাশা হেঁটে আসছিল। তখনই আমি ওকে দেখি।’ বরুণ আরও জানিয়েছেন, ‘নাতাশাকে দেখার পরেই আমি ওকে ভালবেসে ফেলি। কিন্তু আমি ওকে সে কথা জানানোর পর তিন-চারবার প্রত্যাখ্যাত হতে হয়। তবে আমি হাল ছাড়িনি।’ বরুণকে সম্প্রতি পর্দায় দেখা গিয়েছে ‘কুলি নম্বর ওয়ান’ ছবিতে। সেই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেন সারা আলি খান। এরপর কিয়ারা আডবাণীর বিপরীতে ‘যুগ যুগ জিও’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে বরুণকে। এই ছবিতে নীতু কপূর ও অনিল কপূরকেও অভিনয় করতে দেখা যাবে।