মুম্বই: ছোট ও বড় পর্দার প্রবীণ অভিনেতা সুরেশ চাটওয়ালের জীবনাবসান হল। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তাঁর পুত্র এক বিবৃতিতে প্রয়াণের খবর জানিয়েছেন।
১৯৬৯ সালে ‘রাখি রাখি’ ছবির মাধ্যমে অভিনেতা হিসেবে সুরেশের যাত্রা শুরু হয়। ‘করণ অর্জুন’, ‘কোয়লা’, ‘মুন্নাভাই এমবিবিএস’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেন তিনি। ছোট পর্দায় ‘এফআইআর’ অনুষ্ঠানের জন্য বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন সুরেশ। তাঁকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ২০১০ সালে ‘নক্ষত্র’ ছবিতে।
সুরেশের প্রয়াণে শোক প্রকাশ করেছেন ‘এফআইআর’ অনুষ্ঠানে তাঁর সহ-অভিনেত্রী কবিতা কৌশিক। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সুরেশ তাঁকে স্নেহ করতেন। তিনি একজন প্রাণবন্ত মানুষ ছিলেন। পুরনো দিনের ছবির গল্প বলতেন।
‘এফআইআর’ খ্যাত অভিনেতা সুরেশ চাটওয়াল প্রয়াত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 May 2016 11:59 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -