আগ্রা: গত ফেব্রুয়ারিতে তাজমহোৎসবের সময় আয়োজক কমিটির এক সদস্যর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে গায়িকা পালক মুছলের ভাই পলাশের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।
বলিউডের নামী গায়িকা মুছল। তাঁর ভাই পলাশও সঙ্গীতকার হিসেবে পরিচিত। তাজগঞ্জ থানার এসএইচও শৈলেন্দ্র কুমার জানিয়েছেন, পলাশ মুছলের বিরুদ্ধে ৩২৩, ৫০৪,৫০৬,৩৩২ এবং ৪২৭ ধারায় একটি এফআইআর রুজু হয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারি পালকের অনুষ্ঠানের সময় তাঁর ভাই আয়োজক কমিটির সদস্য সুধীর নারাইনের সঙ্গে উত্তপ্ত বচসায় জড়িয়ে পড়েন। পালকের মায়ের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ তুলে এভাবে বচসায় জড়িয়ে পড়েন পলাশ। সুধীর নারাইনের অভিযোগ, তাঁকে চড় মারা হয় এবং হুমকি দেওয়া হয়।
জেলা ম্যাজিস্ট্রেট গৌরব দয়াল জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, হোলির পর এফআইআর সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করা হবে।