কলকাতা: শিকাগোর (Chicago) পাঁচতারা হোটেলে আগুন আতঙ্ক। ভোরবেলা হঠাৎই বাজতে থাকে ফায়ার অ্যালার্ম। সঙ্গে সঙ্গে খালি করানো হয় হোটেল। প্রসঙ্গত, এখানেই রয়েছেন ভারত থেকে যাওয়া সমস্ত 'নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স'-এর (NABC 2024) অতিথিরা। 


শিকাগোর হোটেলে 'আগুন আতঙ্ক'


বাংলা বিনোদন জগতের প্রথম সারির পরিচালক থেকে শুরু অভিনেতা অভিনেত্রী, সঙ্গীতশিল্পীরা আপাতত রয়েছেন শিকাগোয়। সেখানে 'ibea Bangla Film Awards'-এর আয়োজন করেছে 'নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স' বা NABC 2024। এই সমস্ত অতিথিরা যে হোটেলে থাকছেন, শনিবার সেই 'হায়াত রিজেন্সি'তে ছড়াল আগুন আতঙ্ক।


এবিপি লাইভের হাতে যে ভিডিও এসে পৌঁছেছে তাতে স্পষ্ট শোনা যাচ্ছে 'ফায়ার অ্যালার্ম'-এর শব্দ। ভোরবেলা হঠাৎই এই শব্দে ঘুম ভাঙে হোটেলের সকল অতিথির। নিয়ম মেনে তাঁদের সঙ্গে সঙ্গে 'ফায়ার এক্সিট' দিয়ে বের করিয়ে দেওয়া হয়। বাইরে বেরিয়ে নিরাপদ স্থানে তাঁরা আশ্রয় নেন। তবে দমকল এসে যাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেছে দ্রুত।                       


প্রসঙ্গত, দিন পাঁচেক আগে শিকাগোর উদ্দেশে রওনা দেয় বাঙালি সিনেদুনিয়ার একাধিক নক্ষত্র। সৌরসেনী মৈত্র, অম্বরীশ ভট্টাচার্য, অর্জুন চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তী, সোহিনী সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, উজান গঙ্গোপাধ্যায়, সুদেষ্ণা রায়, অরিন্দম শীল প্রমুখ পাড়ি দেন একইসঙ্গে। সেখানে গিয়ে অম্বরীশের হাতে উঠল 'বেস্ট অলরাউন্ডার অফ দ্য ইয়ার' সম্মান। মঞ্চে '১০০ পার্সেন্ট লাভ'-এর তালে কোমর দোলালেন সৌরসেনী মৈত্র। নাচে পা মেলালেন সোহিনী সরকারও। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই সমস্ত ভিডিও। 


আরও পড়ুন: Tota Wishes Ranveer: 'জীবনে এমন তারকা দেখিনি যে...', জন্মদিনে 'জামাই'য়ের প্রশংসায় পঞ্চমুখ 'শ্বশুর' টোটা রায়চৌধুরী


এবারের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময়ে বিমানবন্দরেই এক ফ্রেমে দেখা মেলে অনির্বাণ ভট্টাচার্য ও তাঁর স্ত্রী মধুরিমা গোস্বামী। চারিদিকে যখন তাঁদের বিচ্ছেদের গুঞ্জন জোরালো হচ্ছে, তখন সেই জল্পনায় জল ঢালেন সেই দম্পতি। বউয়ের হাত ধরে শিকাগো পাড়ি দেন অনির্বাণ ভট্টাচার্য। দু'জনকেই সেদিন কালো টিশার্ট পরে গাড়ি থেকে নেমে বিমানবন্দরে প্রবেশ করতে দেখা যায়। একসঙ্গে ছবি তোলেন তাঁরা। ফলে স্পষ্ট, বিচ্ছেদ নয়, একেবারে হাতে হাত ধরে তাঁরা রয়েছেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।