কলকাতা: তিনি বলিউডের 'পাওয়ার হাউজ' (Power House)। এনার্জিতে তাঁর জুড়ি মেলা ভার। তাঁর আজ জন্মদিন। তিনি রণবীর সিংহ (Ranveer Singh)। জীবনের নতুন অধ্যায়ের প্রবেশের আর বেশি দেরি নেই, তার আগে, ৬ জুলাই জন্মদিনে ভাসলেন একাধিক শুভেচ্ছাবার্তায়। সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল তাঁর পর্দার শ্বশুরের শুভেচ্ছা পোস্ট। কী লিখলেন টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury)?


রণবীরের জন্মদিনে টোটার শুভেচ্ছা


গত বছর মুক্তি পায় কর্ণ জোহর পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। আলিয়া ভট্ট ও রণবীর সিংহ ছিলেন মুখ্য ভূমিকায়। ছবিতে আলিয়ার বাবার ভূমিকায় ছিলেন বাংলার টোটা রায়চৌধুরী ও মায়ের ভূমিকায় চূর্ণী গঙ্গোপাধ্যায়। এদিন পর্দার জামাইয়ের জন্মদিনে পোস্ট করে প্রশংসায় ভরালেন টোটা।


সিনেমার প্রচারপর্বে কলকাতায় এসে তোলা একটি ছবি পোস্ট করেন টোটা। যেখানে ধুতী পাঞ্জাবী পরে টোটাকে দেখা যায়, পাশে ফ্যাশন আইকন রণবীর সিংহ। মিষ্টি ছবি পোস্ট করে তিনি লেখেন, 'আমার কখনও জীবনে এত বড় তারকার সঙ্গে আলাপ হয়নি যিনি এতটা মাটির কাছাকাছি। সোনার হৃদয় সমেত এই মানুষটা - শুভ জন্মদিন প্রিয় ভাই। ঈশ্বর তোমার মঙ্গল করুন'। স্বাভাবিকভাবেই অনুরাগীদের ভালবাসায় ভরেছে সেই পোস্ট। 


 






আরও পড়ুন: Mimi Chakraborty: ভারতে উঠল 'তুফান'! ছবির সাফল্য কামনায় পুজো দিলেন মিমি চক্রবর্তী


১৯৮৫ সালের ৬ জুলাই জন্মগ্রহণ করেন রণবীর সিংহ ভবনানি। এবছর তিনি পূর্ণ করলেন ৩৯। হিন্দি সিনেদুনিয়ার অন্যতম তারকা অভিনেতা ২০১০ সালে অভিনয় দুনিয়ায় পা রাখেন। মণীশ শর্মা পরিচালিত 'ব্যান্ড বাজা বারাত' মুক্তি পেয়েছিল ২০১০ সালে। যশ রাজ ফিল্মসের ব্যানারে অনুষ্কা শর্মার বিপরীতে আত্মপ্রকাশ করেন তিনি। ২০১১ সালে মুক্তি পায় 'লেডিস ভার্সেস রিকি বহেল'। এরপর ২০১৩ সালে পরপর তিনটি ছবি মুক্তি পায় তাঁর। 'বম্বে টকিজ', 'লুটেরা', 'গোলিওঁ কি রাসলীলা রামলীলা'। ২০১২ সাল থেকে রণবীর ও দীপিকার প্রেমের সম্পর্কের সূত্রপাত। ২০১৮ সালে তাঁরা বিয়ে সারেন। আপাতত নতুন অতিথির অপেক্ষায় তারকা দম্পতি। অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন। শীঘ্রই মা বাবা হতে চলেছেন দীপিকা ও রণবীর। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।