Fukrey 3: কবে প্রকাশ্য়ে আসছে পুলকিত সম্রাট- পঙ্কজ ত্রিপাঠী অভিনীত 'ফুকরে ৩'-র প্রথম ঝলক?

Fukrey 3 Release: বলিউডের খবর অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।

Continues below advertisement

কলকাতা: সিনেমার সিক্য়ুয়েল দেখতে আমরা কম বেশি সকলেই অভ্য়স্ত।  ভাল  করে লক্ষ্য় করলে দেখা যাবে যে ছবির সিক্য়ুয়েল তৈরি হয়েছে বা হচ্ছে, সেগুলি প্রক্য়েকটি বাণিজ্য়িক ভাবে সফল। এই তালিকায় রয়েছে 'টাইগার' থেকে 'ডন','ফুকরে', 'হেরা ফেরি', 'মর্দানি' থেকে শুরু করে আর একগুচ্ছ ছবি। আজ নজর রাখব এই 'ফুকরে ৩'-এর দিকে।

Continues below advertisement

২০১৩ সালে মুক্তি পেয়েছিল 'ফুকরে'(Fukrey), আর ২০১৭ সালে 'ফুকরে রিটার্নস'(Fukrey Returns)। কমেডি ঘরানার এই ছবি দুটি পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছিল দর্শকের মনে। আর ছবির জনপ্রিয়তার কথা মাথা রেখে এবার আসছে এই ফ্য়াঞ্চাইজির নতুন সিক্য়ুয়েল 'ফুকরে ৩' (Fukrey 3)। 

পুলকিত সম্রাট(Pulkit Samrat), বরুণ শর্মা (Varun Sharma), মনজোত সিং (Monojit Singh) এবং পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi), রিচা চাড্ডা (Richa Chadda), অভিনীত 'ফুকরে ৩' নিয়ে তাই দর্শকের উন্মাদনার পারদ চড়ছে। এবার প্রকাশ্য়ে এল নতুন তথ্য়। জানা যাচ্ছে, এই ছবির প্রথম ঝলক প্রকাশ্য়ে আসছে চলতি মাসের ৫ তারিখ। আর এই খবর প্রকাশ্য়ে আসার পরই বাড়তি আগ্রহ তৈরি হয়েছে সিনেপ্রেমীদের মধ্য়ে।

আরও পড়ুন...

'গ্রিন-টি' কিন্তু সবার জন্য নয়! কারা খেতে পারেন, কাদের জন্য ক্ষতি? কী জানালেন পুষ্টিবিদ?

উল্লেখ্য়, গতবছর ৩ মার্চ শুরু হয়েছে 'ফুকরে ৩' (Fukrey 3) ছবির শ্যুটিং। কমেডি (Comedy) ফিল্ম ফ্র্যাঞ্চাইজির পরিচালক মৃগদীপ সিংহ লাম্বা (Mrigdeep Singh Lamba) ও প্রযোজনা করেছেন রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতারের এক্সেল এন্টারটেনমেন্ট।

গত বছর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেতা বরুণ শর্মা 'ফুকরে থ্রি' ছবির শ্যুটিং শুরুর একটি পোস্ট শেয়ার করেছিলেন। সঙ্গে লিখেছিলেন, 'শুরু হয়ে গেল।' জানা গেছে 'ফুকরে থ্রি' ছবিতে থাকবেন না আলি ফজল।

অন্য়দিকে, ছবির শুটিং শুরুর পর পুলকিত নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দুটো ছবি শেয়ার করে নিয়েছিলেন। একটি ছবিতে তাঁকে হাতে ক্ল্যাপবোর্ড নিয়ে দেখা যায়। অপর একটি ছবিতে দেখা তাঁকে সিনেমার গোটা টিমের সঙ্গে দেখা যায়। সহ-অভিনেতা বরুণ শর্মা (Varun Sharma) ও মনজোৎ সিংহকেও (Manjot Singh) দেখা গিয়েছিল পুলকিতের পোস্ট করা ছবিতে।

বলিউডের খবর অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

Continues below advertisement
Sponsored Links by Taboola