মুম্বই: অক্ষয় কুমার-ভূমি পেডনেকার অভিনীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযান প্রকল্প নিয়ে তৈরি হয়েছে 'টয়লেট এক প্রেম কথা' ছবিটি। ছবির প্রথম পোস্টার প্রকাশিত। ছবির প্রথম পোস্টারে মোদীর স্বচ্ছ ভারত প্রকল্পকে প্রচার করা হয়েছে। পোস্টারে দেখা যাচ্ছে পাত্রের জায়গায় অক্ষয় কুমারের ছবি, পাত্রীর জায়গায় ভূমির ছবি।

ছবির প্রথম পোস্টার নিজের টুইটার অ্যাকাউন্টে দিয়ে অক্ষয় লেখেন 'এই অন্যরকমের প্রেমের ছবিটি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে ভীষণই খুশি। আগামী ১১ অগাস্ট আপনাদের সঙ্গে দেখা হবে। সত্যিকারের স্বাধীনতার জন্যে আপনারা প্রস্তুত হয়ে যান'।

ছবিটি পরিচালনা করেছেন শ্রী নারায়ণ সিংহ। ছবিতে ভূমি এবং অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন সানা খান, অনুপম খের, প্রযোজনা করেছেন অরুণা ভাটিয়া। তবে ছবিটির প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল ২ জুন। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে এর মুক্তি পিছিয়ে যায়। আর এখন অগাস্টে ওই একই তারিখ মুক্তি পাবে শাহরুখ-অনুষ্কার নামহীন ছবিটি।