মুম্বই: ওয়েব সিরিজ 'গন্দি বাত'-এ আশীলন দৃশ্য রাখার জেরে বিখ্যাত বলিউড অভিনেতা জিতেন্দ্রর স্ত্রী শোভা কাপুর ও একতা কাপুরের নামে পকসো আইনে মামলা দায়ের হল। 


সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, এএলচি বালাজি প্রোডাকশের ওয়েব সিরিজ গন্দি বাত-তে নাবালিকা মহিলাদের দিয়ে অশালীন সিনেমায় অভিনয় করানোর জন্য পকসো আইনে একটি মামলা দায়ের হয়েছে জিতেন্দ্রর স্ত্রী শোভা কাপুর ও তাঁদের মেয়ে একতা কাপুরের বিরুদ্ধে।


আরও পড়ুন: Filmstar: ১৫ অগাস্ট মুক্তি পাচ্ছে বাবলি।স্টুডিওতে আড্ডায় রাজ, শুভশ্রী এবং আবির


বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম এএলটি বালাজি-তে গন্দি বাত ওয়েব সিরিজের ৬ নম্বর সেশন চলছে।


মুম্বই পুলিশ সূত্রে জানা গেছে, বালাজি টেলিফিল্ম লিমিটেড, একতা কাপুর ও তাঁর মা শোভা কাপুরের বিরুদ্ধে মুম্বইয়ের এমএইচ বি পুলিশ স্টেশনে ভারতীয় দণ্ড সংহিতার ২৯৫-এ, তথ্য প্রযুক্তি আইন ও পকসো আইনের ১৩ ও ১৪ নম্বর ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।


অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত চলা ওই ওয়েব সিরিজে নাবালিকা মেয়েদের দিয়ে আশীলন দৃশ্য অভিনয় করানো হয়েছে। তবে বর্তমান বিতর্কি ওই এপিসোডটি সংস্থার অ্যাপে ব্যবহার করা হচ্ছে না।


প্রসঙ্গত উল্লেখ্য, একতা কাপুরের একটি ড্রামামূলক সিনেমা লাভ, সেক্স ও ধোঁকা-২ এপ্রিল মাসের ১৯ তারিখ সিনেমা হলে প্রকাশিত হয়েছে। দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ওই সিনেমার পোস্টার প্রকাশ্য আসার পর বিতর্ক তৈরি হয়েছিল।


২০২১ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত হয়েছিল ওই সিরিজ। কিন্তু বিষয়টি নিয়ে বিতর্ক হতেই সেই শো বন্ধ করে দেওয়া হয়। মুম্বইয়ের বোরিভিলি থানায় বছর ৩৯ যোগগুরু স্বপ্নীল রেওয়াজী 'অল্ট বালাজী'র বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। পুলিশি সূত্রে খবর, একতা ও শোভার বিরুদ্ধে পকসো আইনের ১৩ এবং ১৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, তথ্য প্রযুক্তি প্রতিরোধ আইনের ধারা ৬৭(এ), নারী নিষেধাজ্ঞা আইনের ২৯২ ও ২৯৩ এবং ২৯৫ (এ) ধারায় মামলা রুজু করা হয়েছিল। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ওথেলো অবলম্বনে নতুন বাংলা ছবি 'অথৈ' নিয়ে কী বললেন অনির্বাণ, সোহিনী এবং অর্ণ মুখোপাধ্যায়?