কলকাতা: এই বছর তাঁর প্রথম করবা চৌথ। সকালবেলা তাই লাল শাড়িতে সেজেছিলেন সোনাক্ষী সিংহ (Sonakshi Sinha)। সোশ্য়াল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করে নিয়েছিলেন তিনি। প্রথম করবা চৌথ বলে কথা। দীর্ঘদিনের প্রেমিককে সাত পাকে বেঁধেছেন তিনি। জাহির ইকবাল। তাঁর জন্যই করবা চৌথ রাখছেন সোনাক্ষী সিংহ। কিন্তু সন্ধে হতেই বদলে গেল ছবিটা। মাথায় ফুলের ওড়না দিয়ে মজা করছেন তিনি। কি করবেন ভেবেই পাচ্ছেন না। পাশেই শান্ত হয়ে বসে রয়েছেন জাহির। তিনিও সোনাক্ষীর জন্য উপোস করেছেন সে। 


সোশ্যাল মিডিয়ায় প্রথমে একটি ছবি শেয়ার করে নিয়েছেন সোনাক্ষী। সকালে লাল শাড়িতে সেজেছিলেন তিনি। তাঁর প্রথম করবা চৌথের জন্য। কিন্তু সন্ধেবেলা সোনাক্ষী যে ছবি আপলোড করেছেন, সেখানে দেখা যাচ্ছে, পাশাপাশি বসে রয়েছেন সোনাক্ষী ও জাহির। সোনাক্ষী একটি ফুলের ওড়না মাথায় রাখছেন। তারপরে সেটা ফের মাথা থেকে নামিয়ে দিচ্ছেন। জাহির তাঁকে প্রশ্ন করে, সোনাক্ষী এমন কেন করছেন? সোনাক্ষী জানান, তাঁর খিদে পেয়েছে। অন্যদিকে না খেয়ে রয়েছেন জাহিরও। সোনাক্ষী তাঁকে প্রশ্ন করেন, তিনি কেন উপোস করেছেন। জাহির মজা করে উত্তর দেন, 'আমি যদি তোমার সামনে খাই, তাহলে তুমি আমায় মেরে ফেলবে।' এই কথা শুয়ে মজা করে সোনাক্ষী মারতে যান জাহিরকে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে সোনাক্ষী লিখেছেন, 'এমন একজন স্বামী খুঁজে বের করুন যে আজকের দিনে আপনাকে একা উপোস করতে দেবে। জাহিরও দেয়নি... তা সে কারণ যাই হোক না কেন'


প্রসঙ্গত, অগাস্ট মাসে একেবারে ঘরোয়া আইনি বিয়ে আর জমকালো রিসেপশন করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন জাহির সোনাক্ষী। তাঁদের প্রেম পরিণতি পেয়েছে। সোনাক্ষী চেয়েছিলেন, মায়ের শাড়ি পরে, একেবারে ঘনিষ্ঠ বৃত্তে বিয়ে করতে। সেই সখই পূরণ করেছেন তিনি।


 






আরও পড়ুন: Riddhi on Reshmi Sen: 'তুমি না থাকলে লায়ন কিং হত মেনি বেড়াল', জন্মদিনে মা রেশমিকে খোলা চিঠি ঋদ্ধির


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।