আপাতত বলিউডের সবচেয়ে ধনী নায়ক ‘খিলাড়ি’ অক্ষয় কুমার
web desk, ABP Ananda | 12 Jul 2019 10:13 AM (IST)
ফোর্বস তালিকার ৩৩ নম্বর স্থান দখল করে রয়েছেন যিনি, তিনি আর কেউ নন, বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার।
লস অ্যাঞ্জেলস: পৃথিবীর সবচেয়ে ধনী তারকা কারা? প্রতি বছর সেই খোঁজ পাওয়া যায় ফোর্বসের তালিকায়। বলিউডের নায়িকাদের অনেকেই এই তালিকায় জায়গা করে নিয়েছেন অনেক আগেই। কিন্তু এই বছর সেই তালিকায় টিঁকে রইলেন মাত্র একজন বলি নায়ক। ফোর্বসের কথা মতো এই বছর বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া নায়ক নাকি তিনিই। ফোর্বসের তালিকার ৩৩ নম্বর স্থান দখল করে রয়েছেন যিনি, তিনি আর কেউ নন, বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। পৃথিবীর অন্যতম ধনী তারকা রিহানা, জ্যাকি চ্যান, স্কারলেট জোহানসন, কেটি পেরি-র পাশাপাশি এখন জ্বলজ্বল করছে ‘কেশরী’ তারকা অক্ষয়ের নাম। ফোর্বস সূত্র অনুযায়ী, ছবি পিছু ৫০ লাখ থেকে এক কোটি পর্যন্ত পারিশ্রমিক দাবি করেন তিনি। সম্প্রতি অক্ষয়ের ‘কেশরী’ ছবি সাফল্য লাভ করেছে। স্বাধীনতা দিবসে মুক্তি পেতে চলেছে তাঁর আরেকটি ছবি ‘মিশন মঙ্গল’। আগামী দিনে ‘লক্ষী বোম’ ছবিতে দেখা যাবে তাঁকে। পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করছেন অক্ষয়। প্রসঙ্গত, ২০১৮ সালে ফোর্বসের তালিকায় অক্ষয়ের পাশাপাশি নাম ছিল সলমন খানেরও। কিন্তু অক্ষয়ের নাম তালিকায় থাকলেও সলমনের নাম সরল তালিকা থেকে।