সারোগেসির মাধ্যমে বাবা হতে চলেছেন সলমন!
Web Desk, ABP Ananda | 27 Sep 2017 05:00 PM (IST)
মুম্বই: সলমন খান কবে বিয়ে করবেন, সে বিষয়ে তাঁর অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। এখনও পর্যন্ত সলমনের বিয়ের কোনও খবর নেই। তবে বিশেষ সূত্রে খবর, শীঘ্রই সারোগেসির মাধ্যমে বাবা হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন এই বলিউড তারকা। ঐশ্বর্য রাই, ক্যাটরিনা কাইফ সহ অনেক নায়িকার সঙ্গেই সলমনের সম্পর্কের কথা জানা গিয়েছিল। কিন্তু তাঁদের কারও সঙ্গেই শেষপর্যন্ত আর বিয়ে হয়নি সমলনের। শেষবার শোনা গিয়েছিল, তিনি বিয়ে করতে চলেছেন লুলিয়া ভান্তুরকে। কিন্তু লুলিয়ার সঙ্গেও সলমনের বিয়ে হয়নি। সলমন একাধিকবার বলেছেন, তাঁর বিয়ে করার কোনও ইচ্ছা নেই। তবে নিজের সন্তান চান। সেই কারণেই সারোগেসির মাধ্যমে বাবা হতে চলেছেন সলমন। ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিগ বস ১১। এই রিয়্যালিটি শো নিয়ে ব্যস্ত সলমন। এছাড়া রেম ডি’সুজার পরবর্তী ছবি রেস ৩-তেও কাজ করবেন তিনি। কিছুদিন পরেই এই ছবির শ্যুটিং শুরু হবে বলে জানা গিয়েছে।