কলকাতা: সপ্তমীর দুপুরে বৃষ্টির ভ্রুকূটি। অসহ্য গরমের পর আজ দুপুরে দুই মেদিনীপুর সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়। কলকাতার আকাশও  মেঘলা। কয়েক পশলা বৃষ্টিও কোথাও কোথাও হয়েছে। বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ থেকে কলকাতা এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

পুজোর মাঝে বৃষ্টির সম্ভাবনা উত্সবপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তাতে অবশ্য প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখার উত্সাহ খামতি নেই। বরং অস্বস্তিকর আর্দ্রতা কমায়  কিছুটা স্বস্তি এসেছে।